Ajker Patrika

১০ দিন আগে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ সেতুর নিচে

নেত্রকোনা প্রতিনিধি
১০ দিন আগে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ সেতুর নিচে

নেত্রকোনায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর মোমেন মিয়া (৪০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোমেন মিয়া সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে। ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বায়রাউড়া গ্রামের মোমেন মিয়া ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল রোববার বিকেলে নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচে লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ অর্ধগলিত থাকায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত