নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ মো. শাহজাহান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে চর অষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক শাহজাহান চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চর অষ্টধর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের স্টোররুম ও দরবারচর গ্রামের ফজলু মেম্বারের বাড়ির পাশে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
অভিযানকালে নুরুল ইসলামের মার্কেটের স্টোররুম থেকে ৪১ বস্তা, কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত পাকা ভবন থেকে ৪৪ বস্তাসহ মোট ৮৫ বস্তায় ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা শাহজাহানকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে পালিয়ে যান শাহজাহানের ছোট ভাই নুরুল ইসলাম।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সরকারি চাল উদ্ধারের ঘটনায় মো. শাহজাহান, তাঁর ছোট ভাই মো. নুরুল ইসলামসহ আরও ৬-৭ জনকে সন্দিগ্ধ আসামি করে নকলা থানায় মামলা করা হয়েছে। আসামি শাহজাহানকে আজ শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুরের নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ মো. শাহজাহান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে চর অষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক শাহজাহান চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চর অষ্টধর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের স্টোররুম ও দরবারচর গ্রামের ফজলু মেম্বারের বাড়ির পাশে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
অভিযানকালে নুরুল ইসলামের মার্কেটের স্টোররুম থেকে ৪১ বস্তা, কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত পাকা ভবন থেকে ৪৪ বস্তাসহ মোট ৮৫ বস্তায় ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা শাহজাহানকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে পালিয়ে যান শাহজাহানের ছোট ভাই নুরুল ইসলাম।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সরকারি চাল উদ্ধারের ঘটনায় মো. শাহজাহান, তাঁর ছোট ভাই মো. নুরুল ইসলামসহ আরও ৬-৭ জনকে সন্দিগ্ধ আসামি করে নকলা থানায় মামলা করা হয়েছে। আসামি শাহজাহানকে আজ শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
২৭ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে