Ajker Patrika

বকশীগঞ্জে বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে ধানখেত নষ্ট, কৃষকের আহাজারি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তের বিষাক্ত আগাছানাশক ছিটানো খেতে দাঁড়িয়ে আছেন কৃষক আতোয়ার ও তাঁর স্ত্রী। ছবি: আজকের পত্রিকা
জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তের বিষাক্ত আগাছানাশক ছিটানো খেতে দাঁড়িয়ে আছেন কৃষক আতোয়ার ও তাঁর স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের তিন বিঘা ধানখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই বছরে পাঁচবার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধারদেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।

ঘটনাটি ঘটেছে উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামে। গত মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আগাছানাশক ছিটিয়ে দেয় আতোয়ারের ধানখেতে। পরদিন থেকে ধানগাছ বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করে। দুই দিনের মাথায় পুরো জমির ফসল নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত শনিবার বিকেলে আতোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আতোয়ার হোসেন বলেন, ‘গত দুই বছরে পাঁচবার আমার ফসল নষ্ট করা হয়েছে। গরু চুরি হয়েছে, দুই লাখ টাকা ঋণে জর্জরিত আমি। এবার ভাবছিলাম ধান কেটে সংসার চালাব, কিন্তু সব শেষ হয়ে গেল।’

তাঁর স্ত্রী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের ভাগ্যের ওপর কেন এভাবে হামলা করা হলো? সন্তানদের কী খাওয়াব এখন?’

স্থানীয় বাসিন্দা ফুলু মিয়া, নবী হোসেন ও গুলজেহার আলী জানান, আতোয়ার একজন সৎ ও পরিশ্রমী কৃষক। তাঁর সঙ্গে যা ঘটেছে, তা অমানবিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তের বিষাক্ত আগাছানাশক ছিটানো খেতে দাঁড়িয়ে আছেন কৃষক আতোয়ার ও তাঁর স্ত্রী। ছবি: আজকের পত্রিকা
জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তের বিষাক্ত আগাছানাশক ছিটানো খেতে দাঁড়িয়ে আছেন কৃষক আতোয়ার ও তাঁর স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি আমরা সরেজমিনে তদন্ত করেছি এবং আতোয়ারকে যেকোনো সহযোগিতা ও পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি হৃদয়বিদারক। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত