Ajker Patrika

নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ওসিসহ আহত ৪৫

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৬
নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ওসিসহ আহত ৪৫

দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেট-কাঁদানে গ্যাসের শেলে ৪৫ জন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করেছে বিএনপি। এ ছাড়া নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, এসআই মোস্তফা কামাল ও কনস্টেবল জাহিদুল ইসলাম। 

নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকাবিএনপির নেতা-কর্মীরা জানান, নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ বেলা ১১টায় উপজেলার মোয়াজ্জেমপুর বাহাদুরপুর হাউস থেকে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড উপজেলা বিএনপির কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ছোড়া রাবার বুলেটে ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান ইবাদ, দেলোয়ার হোসেন রানা, আহসান মিয়াসহ ৪৫ জন নেতা-কর্মী আহত হন। 

আহত বিএনপির নেতা-কর্মীমোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমাদের ৪৫-৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ১৫-২০ জন রাবার বুলেটে আহত হয়েছেন।’ 

অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষে পুলিশ চারটি কাঁদানে গ্যাসের শেল ও ১৫টি রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত