Ajker Patrika

নিখোঁজের ৫ বছর পর বাড়ি ফিরল মাদ্রাসাছাত্র 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৭: ৫৫
নিখোঁজের ৫ বছর পর বাড়ি ফিরল মাদ্রাসাছাত্র 

পাঁচ বছর নিখোঁজ থাকার পর বাড়ি ফিরেছে ময়মনসিংহের নান্দাইলের বীর কামটখালী গ্রামের কামরুল ইসলামের ছেলে তৌহিদুজ্জামান রিমন (১৭)। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল সে। ২০১৮ সালের ২৭ এপ্রিল মাদ্রাসা থেকেই সে নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর এলাকায় তাকে নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়রা এসে বাড়িতে ভিড় করছেন তাকে দেখতে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের ২৭ এপ্রিল পরিবারের কাউকে কিছু না বলে রিমন মাদ্রাসা থেকে বেড়িয়ে যায়। এরপর তার বাবা কামরুল ইসলাম নান্দাইল মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এভাবে কেটে যায় ৫ বছর, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। 

রিমনের মা খাদিজা খাতুন বলেন, ‘নিখোঁজের পর ছেলেকে আমি পাগলের মত অনেক জায়গায় খুঁজেছি। অনেক কবিরাজের কাছে গিয়েছি। থানায় জিডি করেছি তবুও ছেলের সন্ধান পাইনি। এহন আমার বুকের ধন ফিরে এসেছে আমি খুবই খুশি হয়েছি। ছেলের বাবা সৌদি চলে গেছেন। তিনিও ছেলের ফেরার সংবাদ শুনে খুশি হয়েছেন।’ 
এ নিয়ে জানতে চাইলে তৌহিদুজ্জামান রিমন জানায়, ‘আরবি পড়াশোনার চাপ সহ্য করতে পারিনি। তাই ৫ বছর আগে মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। পরে ঢাকায় একটি ব্যাগের কারখানায় ৫ মাস কাজ করি। সেখান থেকে সেন্টমার্টিনে চলে যাই। পরিবারের কথা প্রায়ই মনে পড়ে। তাই আর থাকতে পারিনি, বাড়িতে চলে এসেছি।’ তবে মাদ্রাসা ছাড়ার পর কোথায় কোথায় ছিল জানতে চাইলে সে কোনো উত্তর দিতে রাজী হয়নি। 

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘৫ বছর আগে রিমন নিখোঁজ হয়েছিল। দীর্ঘদিন পরে সে বাড়ি ফিরে এসেছে। তার পরিবার ও আমরা এলাকাবাসী এতে খুব খুশি।’ 

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ছেলেটি ফিরে আসার বিষয়টি এখনো জানি না। প্রধানমন্ত্রীর ডিউটিতে রয়েছি। তাই কিছু বলতে পারছি না। থানায় এসে এ নিয়ে খোঁজ নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত