ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পদ বঞ্চিত নেতারা। আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা থানার সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ-সময় দুই পাশে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দের নেতৃত্বে সমাবেশে প্রায় এক হাজার ছাত্রলীগের নেতা-কর্মী অংশ নেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে বলেন, ‘মুক্তাগাছা ছাত্রলীগের কমিটি কাউকে না জানিয়ে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সভাপতি সম্পূর্ণ অবৈধ ভাবে ব্যাকডেটে কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটি আমরা মানি না।’
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু বলেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া বিতর্কিত ও জামায়াত-বিএনপি থেকে উঠে আসা ছেলেদের দিয়ে করা হয়েছে এই কমিটি। বিবাহিত, অছাত্র ও অযোগ্যদের দিয়ে এ কমিটি করা হয়েছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, ‘নিয়ম মেনে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দেওয়া হয়েছে। যারা পদ পাননি তাঁরাই ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য আন্দোলন করছে।’
দীর্ঘ সাড়ে তিন বছর পর গত পাঁচ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মাহমুদুল হাসান মাসুদকে সভাপতি ও ইমামুল হক ইমনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এ কমিটি ঘোষণার পর পরই নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পদ বঞ্চিত নেতারা। আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা থানার সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ-সময় দুই পাশে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দের নেতৃত্বে সমাবেশে প্রায় এক হাজার ছাত্রলীগের নেতা-কর্মী অংশ নেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে বলেন, ‘মুক্তাগাছা ছাত্রলীগের কমিটি কাউকে না জানিয়ে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সভাপতি সম্পূর্ণ অবৈধ ভাবে ব্যাকডেটে কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটি আমরা মানি না।’
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু বলেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া বিতর্কিত ও জামায়াত-বিএনপি থেকে উঠে আসা ছেলেদের দিয়ে করা হয়েছে এই কমিটি। বিবাহিত, অছাত্র ও অযোগ্যদের দিয়ে এ কমিটি করা হয়েছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, ‘নিয়ম মেনে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দেওয়া হয়েছে। যারা পদ পাননি তাঁরাই ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য আন্দোলন করছে।’
দীর্ঘ সাড়ে তিন বছর পর গত পাঁচ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মাহমুদুল হাসান মাসুদকে সভাপতি ও ইমামুল হক ইমনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এ কমিটি ঘোষণার পর পরই নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৫ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগেস্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে