Ajker Patrika

নান্দাইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৭ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৭ 

ময়মনসিংহের নান্দাইলে কুকুরের কামড়ে শিশুসহ সাতজন গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নান্দাইল পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের পাছপাড়া ও ঝালুয়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

কুকুরের কামড়ে আহতরা হলো—শিশু সাউদা, মো. আশিক মিয়া, মো. সুজন মিয়া, মো. মন্নাস মিয়া, সাহেদ আলী ও ফুহাদ হাসান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে ৪-৫টি পাগলা কুকুরের দল পৌর সভার ঝালুয়া ও পাছপাড়া মহল্লার শিশুসহ ৭ ব্যক্তিকে আক্রমণ করে। কুকুরের কামড়ে শিশু সাউদার এক হাতের একটি আঙুল ভেঙে ফেলে। অন্যদের কারও পা, কারও শরীরের বিভিন্ন জায়গায় কামড়িয়ে রক্তাক্ত করে ৭ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 

স্থানীয় বাসিন্দা আহাদ হাসান লিয়ন সরকার বলেন, ‘সকালের দিকে একটি কুকুরের দল যেখানে যাকে পাচ্ছে আক্রমণ করে কামড়ে আবার দৌড়ে চলে যায়। কারও হাত-পা, শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত করে দিয়েছে। পাগলা কুকুরের আক্রমণের ভয়ে আতঙ্ক আছি।’ 

এদিকে গত ১৯ মে ভোরে নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নদীর পাড়ে মসজিদে ফজরের নামাজ শেষে বের হলে পাগলা কুকুরের আক্রমণে ইজাজুল হককে (৩৬) কামড়িয়ে ক্ষতবিক্ষত করায় মারা যায়। এ ঘটনায় নান্দাইল পৌর সদরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই দিন রাত থেকে আরও দুদিন স্থানীয়রা ব্যক্তিরা ১২-১৩ কুকুর নিধন করে। 

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পাগলা কুকুর নিধনে পৌর সভায় কোনো ভ্যাকসিন না থাকায় আমাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। তা ছাড়া পৌর সভার পাগলা কুকুর ধরে প্রাণী সম্পদ দপ্তরে দেব; এর কোনো জনবল নেই।’ 

নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হারুনর রশিদ জানান, বেওয়ারিশ কুকুরের উপদ্রব শুরু হলে পৌর কর্তৃপক্ষ এসব কুকুর ধরে করে প্রাণিসম্পদ কার্যালয় পৌঁছে দেয়। এ ক্ষেত্রে তাঁরা পৌর কর্তৃপক্ষকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন। এসব কুকুর প্রাণিসম্পদ কার্যালয়ে ১০ দিন পর্যবেক্ষণ করে পাগল হলে সেটি মারা যাবে। ভালো হলে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত