দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চুরি করতে আসা এক যুবকের হাতে হেকমত আলী (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের মধ্যমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করেছে যুবক।
স্থানীয়রা ধারণা, ‘লাঠি দিয়ে মাথায় আঘাত ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
অভিযুক্ত যুবক মাসুদ মিয়া (২০) উপজেলার চকলেংগুরা এলাকার জালাল উদ্দিনের ছেলে।
নিহত হেকমত আলী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে। তিনি মুদি দোকানি ও ডিজেল ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে নিহতের ছেলে মাহবুব জানান, মাসুদ নামে এক ছেলে দোকানে ঢুকে বাবাকে মেরে ফেলেছে। মাসুদ দোকানে এসে হয়তোবা টাকা-পয়সা লুট করতে চেয়েছিল। ঘুম ভেঙে যাওয়ায় বাবাকে প্লাস্টিকের দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বাবার মাথার পেছনে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে। হয়তো লাঠি দিয়ে মাথার পেছনে আঘাত করেছে।
স্থানীয় ইউপি সদস্য হজরত আলী জানান, নিহত হেকমত আলী সারা দিন ব্যবসার কাজ পরিচালনা করে রাতে দোকানেই থাকতেন। এ ছাড়া রাতে কেউ ডিজেল কিনতে আসলে তা বিক্রি করতেন। গতকাল রবিবার দিবাগত রাতে শাহীন ডিজেল কেনার জন্য হেকমত আলীর দোকানের দরজায় কড়া নাড়েন। সাড়াশব্দ না পেয়ে শাহীন দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই মাসুদ তাকে আঘাত করে পালিয়ে যান। শাহীনের চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে হেকমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মাসুদকে ধরতে পুলিশ চেষ্টা করছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চুরি করতে আসা এক যুবকের হাতে হেকমত আলী (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের মধ্যমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করেছে যুবক।
স্থানীয়রা ধারণা, ‘লাঠি দিয়ে মাথায় আঘাত ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
অভিযুক্ত যুবক মাসুদ মিয়া (২০) উপজেলার চকলেংগুরা এলাকার জালাল উদ্দিনের ছেলে।
নিহত হেকমত আলী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে। তিনি মুদি দোকানি ও ডিজেল ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে নিহতের ছেলে মাহবুব জানান, মাসুদ নামে এক ছেলে দোকানে ঢুকে বাবাকে মেরে ফেলেছে। মাসুদ দোকানে এসে হয়তোবা টাকা-পয়সা লুট করতে চেয়েছিল। ঘুম ভেঙে যাওয়ায় বাবাকে প্লাস্টিকের দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বাবার মাথার পেছনে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে। হয়তো লাঠি দিয়ে মাথার পেছনে আঘাত করেছে।
স্থানীয় ইউপি সদস্য হজরত আলী জানান, নিহত হেকমত আলী সারা দিন ব্যবসার কাজ পরিচালনা করে রাতে দোকানেই থাকতেন। এ ছাড়া রাতে কেউ ডিজেল কিনতে আসলে তা বিক্রি করতেন। গতকাল রবিবার দিবাগত রাতে শাহীন ডিজেল কেনার জন্য হেকমত আলীর দোকানের দরজায় কড়া নাড়েন। সাড়াশব্দ না পেয়ে শাহীন দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই মাসুদ তাকে আঘাত করে পালিয়ে যান। শাহীনের চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে হেকমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মাসুদকে ধরতে পুলিশ চেষ্টা করছে।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদীঘা হাওরে নৌকাডুবিতে আইয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ূন মিয়ার ছেলে।
২ মিনিট আগেদেশে ক্যানসারের গবেষণা, চিকিৎসা ও জনসচেতনতা বাড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকরা মিলে বাংলাদেশ ক্যানসার কনসোর্টিয়াম (বিসিসি) নামে একটি সংগঠন গঠন করেছেন। সম্প্রতি আগামী দুই বছরের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।
১৩ মিনিট আগেলক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগের পিটুনিতে মানসিক ভারসাম্যহীন ছাত্রদল নেতা সুলতান বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী চিকিৎসা করাতে আজ মঙ্গলবার সকালে সুলতান বাপ্পীকে নিয়ে পরিবারের লোকজন ঢাকায় গিয়েছেন।
১ ঘণ্টা আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন ২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
৩ ঘণ্টা আগে