নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় মন্ত্রীর স্ত্রী ও সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ডিবি (পশ্চিম) পুলিশের একটি দল আটক করার পর তাঁদের আদালতে সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাবেরী বেগম কণা (৪০), সাদিয়া আফরিন মুক্তা (২৪) ও মো. জাহাঙ্গীর আলম (৪০)।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে নারীরা নিজেদের কখনো প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী, কখনো সেনাবাহিনীর বড় অফিসার, আবার কখনো বড় ডাক্তার পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বড় উপহার নিতেন। তা ছাড়া তাঁরা সরকারি চাকরি, সরকারি বড় কাজ, কখনো রাজনৈতিক পদ-পদবি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
সর্বশেষ কলমাকান্দা উপজেলার মকবুল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে রাজনৈতিক পদ-পদবি, সরকারি চাকরি, বড় ধরনের কাজ, মামলার রায় পক্ষে এনে দেওয়ার কথা বলে সাত লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী হাতিয়ে নেন তাঁরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে আটক করে।
নেত্রকোনায় মন্ত্রীর স্ত্রী ও সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ডিবি (পশ্চিম) পুলিশের একটি দল আটক করার পর তাঁদের আদালতে সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাবেরী বেগম কণা (৪০), সাদিয়া আফরিন মুক্তা (২৪) ও মো. জাহাঙ্গীর আলম (৪০)।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে নারীরা নিজেদের কখনো প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী, কখনো সেনাবাহিনীর বড় অফিসার, আবার কখনো বড় ডাক্তার পরিচয় দিতেন। এসব পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বড় উপহার নিতেন। তা ছাড়া তাঁরা সরকারি চাকরি, সরকারি বড় কাজ, কখনো রাজনৈতিক পদ-পদবি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।
সর্বশেষ কলমাকান্দা উপজেলার মকবুল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে রাজনৈতিক পদ-পদবি, সরকারি চাকরি, বড় ধরনের কাজ, মামলার রায় পক্ষে এনে দেওয়ার কথা বলে সাত লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী হাতিয়ে নেন তাঁরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে আটক করে।
নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬) নামের এক ভুয়া সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল শনিবার (৩ মে) রাতে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগেরাজধানীর ডেমরায় এক তরুণীকে (১৯) উত্ত্যক্তের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ওই ইউপি সদস্যের নাম মো. জাফর সিকদার। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
২৪ মিনিট আগেরাজধানীর তেজগাঁও এলাকার ৬ থানায় নিয়মিত টহল ও অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদালতে সোপর্দ করা হয়েছে।
৩৬ মিনিট আগে