Ajker Patrika

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে তুষার-শফিক 

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০: ১৭
নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে তুষার-শফিক 

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ হয়। গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কাজী মো. সাহিদুজ্জামান। 

সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আসিফ ইকবাল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক এ কে এম মাসুদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান জনি, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. আলিম মিয়া। 

শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. দেবাশীষ ব্যাপারী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম জনি এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ইন্দানী মণ্ডল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ছয়জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন–ইরফান আজিজ, ফিরুজ আহমেদ, স্বপ্না পাপুল, হীরক মুশফিক, রাশেদুর রহমান এবং সবুজ চন্দ্র ভৌমিক। 

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২২২ জন। অনলাইন এবং অফলাইন দুইভাবেই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল। এর মধ্যে অনলাইন এবং অফলাইন মিলে ২১৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত