Ajker Patrika

নান্দাইলে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৫০
নান্দাইলে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নান্দাইলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণ মামলার পলাতক আসামি আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার ভোর ৪টার দিকে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমান উল্লাহর বাড়ি নান্দাইল উপজেলা খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামে। র‍্যাব-১৪-এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ২৩ ডিসেম্বর গফরগাঁও রেলস্টেশন থেকে মোটরসাইকেলে ওই তরুণীকে নান্দাইল নিয়ে আসেন বেকার সুমন (৩০)। পরে ওই দিন রাতেই খারুয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি জঙ্গলে সুমন ও আমান উল্লাহ মেয়েটিকে ধর্ষণ করেন। পরে ওই তরুণীকে দেওয়ানগঞ্জ বাজারের কালীমন্দিরের পাশে ফেলে চলে যান তাঁরা। ২৭ ডিসেম্বর ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে দুজনের নামে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

পরে ওই দিন রাতেই সুমনকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে র‍্যাবের হাতে গ্রেপ্তার আমান উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আসামিকে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত