Ajker Patrika

পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু, পুলিশের মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু, পুলিশের মামলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে গতকাল বুধবার দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ৩০২ / ৩৪ ধারায় হত্যা ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেছে। 

মামলায় পটকা তৈরির কারখানার মালিকসহ চারজনকে আসামি করা হয়েছে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’ 

প্রসঙ্গত, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পটকা তৈরির কারখানায় গতকাল বুধবার সকাল ৬টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন-বারুইগ্রাম গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা আক্তার (৩০), দক্ষিণ বাঁশহাটি গ্রামের আবুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত