Ajker Patrika

পাঁচবার পরাজয়ের পর আবারও চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
পাঁচবার পরাজয়ের পর আবারও চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী

যুবক বয়স থেকেই জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেন মঈন উদ্দিন ওরফে লিয়াকত আলী। এরপর থেকে পাঁচবার চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। নিজের প্রবল ইচ্ছে শক্তির কাছে নির্বাচনের হারও পরাজিত হয়েছে। পরাজয়ে দমে যাননি তিনি। স্বপ্ন পূরণে এবার ষষ্ঠবারের মতো চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তিনি।   

লিয়াকত আলী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের বাসিন্দা। ওই ইউপিতে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি। 

জানা গেছে, ১৯৯৩ সালে প্রথম চেয়ারম্যান পদে নির্বাচন করেন লিয়াকত আলী। তারপর থেকে প্রতি নির্বাচনেই প্রার্থী হয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৬৭ বছর। এটি তাঁর ষষ্ঠ নির্বাচন। এবার আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি। এর আগে প্রতিবারই তিনি সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন। কখনো ২০ ভোটে, কখনো বা শত ভোটের ব্যবধানে পরাজিত হন। জয়ের খুব কাছাকাছি গিয়ে হেরে যাওয়াটা খুব কষ্টের বলে জানিয়েছেন তিনি। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধন-সম্পদ, সুনাম যথেষ্ট আছে লিয়াকত আলীর। এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। সাধ্যমতো সব সময় মানুষের কল্যাণে কাজ করেন। জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করা তাঁর স্বপ্ন। ধৈর্যের সঙ্গে দীর্ঘ সময় ধরে নির্বাচন করে যাচ্ছেন তিনি। এ বিষয়টি নির্বাচনে ভোটারদের কাছে প্রাধান্য পাবে।   
 
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মঈন উদ্দিন ওরফে লিয়াকত আলী বলেন, জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের কল্যাণে কিছু করার স্বপ্ন দেখে চলেছি। সেই যৌবন বয়স থেকেই নির্বাচনে লড়ে যাচ্ছি। প্রতিবারই সামান্য ভোটে পরাজিত হয়েছি। এখন বয়স অনেক হয়েছে। জনগণের কাছে দাবি জানাচ্ছি তাঁরা যেন এবার আমাকে নির্বাচিত করে তাঁদের সেবা করার সুযোগ দেন। বাকি জীবনটা এলাকার মানুষের সেবা করেই কাটিয়ে দিতে চাই। আমার বিশ্বাস এলাকাবাসী বিষয়টিকে মানবিকভাবে নিয়ে এবার আমাকে জয়ী করবেন।  

উল্লেখ্য,৪র্থ ধাপে নেত্রকোনার মোহনগঞ্জে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বড়কাশিয়া বিরামপুর ইউপিতে মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত