ইসলামপুর ও জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে এক যুবলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার বিকেলে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক এম এ সালাম মাহমুদ। তিনি দৈনিক দেশেরকন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
অভিযুক্ত যুবলীগ নেতার নাম ফরহাদ হোসেন পলাশ। তিনি বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য এবং মেরুরচর গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহের ঠিকাদারি নিয়েছেন যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ। রোগীদের খাবারের গুণগত মানের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গতকাল রোববার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাংবাদিক সালাম মাহমুদ। এ খবর জানতে পেরে তৎক্ষণাৎ যুবলীগ নেতা মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সাংবাদিক মাহমুদকে। একপর্যায়ে সালাম মাহমুদকে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেয় তিনি।
সাংবাদিক সালাম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারের গুণগত মানের বিষয়ে তথ্য সংগ্রহ করায় ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা পলাশ মোবাইল ফোনে আমাকে গালিগালাজ করেন। সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকাণ্ড ইঙ্গিত করে পলাশ আমাকে বলেন, ‘‘আপনারা অনেক বড় সাংবাদিক হয়ে গেছেন। এই জন্যই তো মানুষ আপনাদের রাস্তায় পিটিয়ে মারে। এখনো সময় আছে ভালো হয়ে যান।’ ’
সালাম মাহমুদ আরও বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ বলেন, ‘সাংবাদিক সালামের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কিন্তু আমি তাঁকে কোনো ধরনের হুমকি দিইনি। হত্যার হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়।’
জানতে চাইলে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু বলেন, ‘সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে আমি অবগত না। তবে যদি যুবলীগ নেতা কোনো সাংবাদিকে হুমকি দিয়ে থাকেন, তদন্তপূর্বক তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যার রেশ কাটতে না কাটতেই আরেক সাংবাদিকে হত্যার হুমকি দেওয়ায় আমরা শঙ্কিত। অভিযুক্ত যুবলীগ নেতা পলাশকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে জানা জরুরি হয়ে দাঁড়িয়েছে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘হুমকি দেওয়ার বিষয়ে সাংবাদিক সালাম মাহমুদ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোলাম রব্বানী বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় ১৮ জুন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে উল্লেখ করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এ বিষয়ে সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের জামালপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিদর্শক গোলক চন্দ্র বসাক আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার তদন্তকাজ চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অনুসন্ধান চলছে।’
জামালপুরের বকশীগঞ্জে এক যুবলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার বিকেলে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক এম এ সালাম মাহমুদ। তিনি দৈনিক দেশেরকন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি।
অভিযুক্ত যুবলীগ নেতার নাম ফরহাদ হোসেন পলাশ। তিনি বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য এবং মেরুরচর গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহের ঠিকাদারি নিয়েছেন যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ। রোগীদের খাবারের গুণগত মানের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গতকাল রোববার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাংবাদিক সালাম মাহমুদ। এ খবর জানতে পেরে তৎক্ষণাৎ যুবলীগ নেতা মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সাংবাদিক মাহমুদকে। একপর্যায়ে সালাম মাহমুদকে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেয় তিনি।
সাংবাদিক সালাম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারের গুণগত মানের বিষয়ে তথ্য সংগ্রহ করায় ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা পলাশ মোবাইল ফোনে আমাকে গালিগালাজ করেন। সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকাণ্ড ইঙ্গিত করে পলাশ আমাকে বলেন, ‘‘আপনারা অনেক বড় সাংবাদিক হয়ে গেছেন। এই জন্যই তো মানুষ আপনাদের রাস্তায় পিটিয়ে মারে। এখনো সময় আছে ভালো হয়ে যান।’ ’
সালাম মাহমুদ আরও বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ বলেন, ‘সাংবাদিক সালামের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কিন্তু আমি তাঁকে কোনো ধরনের হুমকি দিইনি। হত্যার হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়।’
জানতে চাইলে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু বলেন, ‘সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে আমি অবগত না। তবে যদি যুবলীগ নেতা কোনো সাংবাদিকে হুমকি দিয়ে থাকেন, তদন্তপূর্বক তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যার রেশ কাটতে না কাটতেই আরেক সাংবাদিকে হত্যার হুমকি দেওয়ায় আমরা শঙ্কিত। অভিযুক্ত যুবলীগ নেতা পলাশকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে জানা জরুরি হয়ে দাঁড়িয়েছে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘হুমকি দেওয়ার বিষয়ে সাংবাদিক সালাম মাহমুদ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোলাম রব্বানী বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় ১৮ জুন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে উল্লেখ করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এ বিষয়ে সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের জামালপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিদর্শক গোলক চন্দ্র বসাক আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার তদন্তকাজ চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অনুসন্ধান চলছে।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, বিএনপির সময়ে খালেদা জিয়া আইন কর্মকর্তা ও বিচারক নিয়োগে প্রথম জাতীয়তাবাদী দলের আইন সম্পাদকের সঙ্গে আলাপ করতেন। তিনি (আইন সম্পাদক) কী করবেন, তাঁকে বলে দেওয়া হতো। বলা হতো, আপনি (আইন সম্পাদক) বারের সভাপতির সঙ্গে আলাপ করবেন, সিনিয়র...
২ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের অফিস ভাঙচুরের মামলায় দেবাশীষ কুমার মিঠুন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের খলিশাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেনেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এক তরুণীকে (২০) শ্লীলতাহানির অভিযোগে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। বুধবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য...
২ ঘণ্টা আগেনাটোরের দত্তপাড়া এলাকায় সেতুর ওপর থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া পলিথিনে মোড়ানো একটি হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে হাতটি উদ্ধার করে হাসপাতালে ফ্রিজিং করতে পাঠানো হয়। হাতটি কোনো এক ব্যক্তির বাঁ হাত।
২ ঘণ্টা আগে