গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
টিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামে এমন একটি কারখানার সন্ধান পাওয়া যায়। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
অভিযানে দেখা যায়, সেখানে শুধু ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে ম্যাঙ্গো জুসসহ অন্যান্য কোমল পানীয় তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান, গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ইনচার্জ মেজর শাদমানসহ গৌরীপুর থানার পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তারা।
এ সময় আটক করা হয় অবৈধ এ কারখানার মালিক দুলাল উদ্দিন আহমেদকে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোমনা গ্রামের বাসিন্দা। দুলাল উদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে তিনি গৌরীপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিষাক্ত রাসায়নিক দিয়ে জুস ও পানীয় তৈরি করে আসছেন। গ্রামের বাজারগুলোই তাঁর প্রধান লক্ষ্যবস্তু। রোজা ও ঈদে ফ্রুট জুসের চাহিদা থাকে বেশি, তাই রোজার এক মাস আগে থেকে উৎপাদন বাড়িয়েছেন। হাজার হাজার বোতল জুস প্রতিদিন বাজারে সরবরাহ করেন।
বিএসটিআইয়ের ময়মনসিংহের মাঠ কর্মকর্তা শাওন কুমার ধর আবীর আজকের পত্রিকাকে জানান, কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদনের জন্য কোনো আবেদন করেনি। তারপরও তারা মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে, যা শাস্তিযোগ্য অপরাধ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক দুলালকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে কারখানাটি ময়মনসিংহ বিএসটিআইয়ের তত্ত্বাবধানে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে ইউএনও সাজ্জাদুল বলেন, এখানে সম্পূর্ণ বিষাক্ত কেমিক্যাল দিয়ে ফ্রুট জুস তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এসিল্যান্ড প্রথমে অভিযান চালান। জব্দ করা সহস্রাধিক জুসের বোতল, জুস উৎপাদনের কেমিক্যাল, রং বিনষ্ট ও অবৈধ কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
টিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামে এমন একটি কারখানার সন্ধান পাওয়া যায়। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
অভিযানে দেখা যায়, সেখানে শুধু ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে ম্যাঙ্গো জুসসহ অন্যান্য কোমল পানীয় তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান, গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ইনচার্জ মেজর শাদমানসহ গৌরীপুর থানার পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তারা।
এ সময় আটক করা হয় অবৈধ এ কারখানার মালিক দুলাল উদ্দিন আহমেদকে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোমনা গ্রামের বাসিন্দা। দুলাল উদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে তিনি গৌরীপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিষাক্ত রাসায়নিক দিয়ে জুস ও পানীয় তৈরি করে আসছেন। গ্রামের বাজারগুলোই তাঁর প্রধান লক্ষ্যবস্তু। রোজা ও ঈদে ফ্রুট জুসের চাহিদা থাকে বেশি, তাই রোজার এক মাস আগে থেকে উৎপাদন বাড়িয়েছেন। হাজার হাজার বোতল জুস প্রতিদিন বাজারে সরবরাহ করেন।
বিএসটিআইয়ের ময়মনসিংহের মাঠ কর্মকর্তা শাওন কুমার ধর আবীর আজকের পত্রিকাকে জানান, কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদনের জন্য কোনো আবেদন করেনি। তারপরও তারা মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে, যা শাস্তিযোগ্য অপরাধ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক দুলালকে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে কারখানাটি ময়মনসিংহ বিএসটিআইয়ের তত্ত্বাবধানে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে ইউএনও সাজ্জাদুল বলেন, এখানে সম্পূর্ণ বিষাক্ত কেমিক্যাল দিয়ে ফ্রুট জুস তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এসিল্যান্ড প্রথমে অভিযান চালান। জব্দ করা সহস্রাধিক জুসের বোতল, জুস উৎপাদনের কেমিক্যাল, রং বিনষ্ট ও অবৈধ কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে...
৮ মিনিট আগেসোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
৩০ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৬ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৭ ঘণ্টা আগে