Ajker Patrika

শেরপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ: জেলা বিএনপির সম্পাদকসহ আটক ৭ 

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২২: ৪৫
শেরপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ: জেলা বিএনপির সম্পাদকসহ আটক ৭ 

নির্বাচনবিরোধী প্রচারপত্র বিলি ও নাশকতা পরিকল্পনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীকে আটকের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির কোনো নেতা-কর্মী হতাহত না হলেও চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।  

আজ মঙ্গলবার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের হরিণধরা এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম।

এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) বিকেলে সদর উপজেলার হরিণধরা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী নির্বাচনবিরোধী প্রচারপত্র বিলি ও নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। 

একপর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি বিএনপি নেতা হযরত আলীকে আটক করা হলে উত্তেজিত নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এতে চারজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পাল্টা শটগানের গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় বিএনপির নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১৭ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। আটক করা হয় ৭ জনকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত