নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে বাকচান্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ওই শিক্ষকের এমপিও বাতিল করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একটি চিঠি প্রকাশ করা হয়।
মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের অবস্থান পঞ্চমে। তিনি নিজের মামা ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল মনসুরের ছত্রচ্ছায়ায় ২০২২ সালের আগস্টে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ বাগিয়ে নেন।
এর আগে তথ্য গোপন, ভুয়া কাগজপত্র তৈরি করে প্রভাষক ও সহকারী অধ্যাপকে পদোন্নতি হন তিনি। একই সঙ্গে ভোগ করেন বেতন, ভাতাসহ অন্য সুবিধাও।
এসব অভিযোগে পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা অধিদপ্তর বরাবর অভিযোগ দেন। ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ধরা পড়ায় গত ২৭ সেপ্টেম্বর মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাশার ওই শিক্ষককে নোটিশ পাঠান।
নোটিশে প্রায় এক বছরের বেতন-ভাতা, দুই ঈদ বোনাস, বৈশাখী ভাতা ছাড়া অতিরিক্ত উত্তোলন করা ১ লাখ ১৭ হাজার ১৭৬ টাকা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়। তা না হলে মাদ্রাসার এমপিও বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নোটিশে জানানো হয়।
এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিয়ে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তদবির শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিও স্থগিত করেছে।
এ নিয়ে ১ অক্টোবর আজকের পত্রিকার অনলাইনে ‘জালিয়াতি করে হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভোগ করলেন সুযোগ-সুবিধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ময়মনসিংহের নান্দাইলে বাকচান্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ওই শিক্ষকের এমপিও বাতিল করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একটি চিঠি প্রকাশ করা হয়।
মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের অবস্থান পঞ্চমে। তিনি নিজের মামা ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল মনসুরের ছত্রচ্ছায়ায় ২০২২ সালের আগস্টে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ বাগিয়ে নেন।
এর আগে তথ্য গোপন, ভুয়া কাগজপত্র তৈরি করে প্রভাষক ও সহকারী অধ্যাপকে পদোন্নতি হন তিনি। একই সঙ্গে ভোগ করেন বেতন, ভাতাসহ অন্য সুবিধাও।
এসব অভিযোগে পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা অধিদপ্তর বরাবর অভিযোগ দেন। ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ধরা পড়ায় গত ২৭ সেপ্টেম্বর মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাশার ওই শিক্ষককে নোটিশ পাঠান।
নোটিশে প্রায় এক বছরের বেতন-ভাতা, দুই ঈদ বোনাস, বৈশাখী ভাতা ছাড়া অতিরিক্ত উত্তোলন করা ১ লাখ ১৭ হাজার ১৭৬ টাকা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়। তা না হলে মাদ্রাসার এমপিও বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নোটিশে জানানো হয়।
এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিয়ে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তদবির শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিও স্থগিত করেছে।
এ নিয়ে ১ অক্টোবর আজকের পত্রিকার অনলাইনে ‘জালিয়াতি করে হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভোগ করলেন সুযোগ-সুবিধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে