নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর-কালিয়াপাড়া সড়কের দত্তপুর এলাকায় চালসহ গাড়ি আটকে দেয়। এ সময় চালক কৌশলে পালিয়ে যেতে চাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেলালাবাদ দত্তপুর এমএন ফিলিং স্টেশনের সামনে থেকে চালসহ গাড়ি জব্দ করে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
জানা গেছে, গতকাল রাতে কালিয়াপাড়া বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ও মোস্তফা কামাল ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদের দোকান থেকে ১৭৮ বস্তা চাল গাড়ি করে গৌরীপুর নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি স্থানীয় জনতার সন্দেহ হলে দত্তপুর এলাকায় গাড়ি আটকে জিজ্ঞাসা করলে সরকারি চাল বলে স্বীকার করেন। ঘটনা জানাজানি হলে গাড়ির চালক চাল নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এরপর গৌরীপুর থাকে নান্দাইল রোডে যাওয়ার পথে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় কালিয়াপাড়া বাজারের জনগণের দাবি, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার দেলোয়ার হোসেনের গুদাম থেকে নেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার দেলোয়ার হোসেন রিপন বলেন, ‘জব্দ হওয়া চালগুলো আমার গুদামের নয়। যারা অভিযোগ করছে, তা মিথ্যা। তারপরেও যদি তদন্তে আমার বলে প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
জানতে চাইলে ব্যবসায়ী ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন-অর রশিদ বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। কে বা কারা আমার দোকানে চাল রেখেছে। তবে এ বিষয়ে মোস্তফা কামাল কিছু বলতে পারবে।’ এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, গাড়িসহ চালের বস্তা জব্দ করে থানায় রাখা হয়েছে। ব্যবসায়ী ও গাড়িচালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। ডিলারের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।
ময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর-কালিয়াপাড়া সড়কের দত্তপুর এলাকায় চালসহ গাড়ি আটকে দেয়। এ সময় চালক কৌশলে পালিয়ে যেতে চাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেলালাবাদ দত্তপুর এমএন ফিলিং স্টেশনের সামনে থেকে চালসহ গাড়ি জব্দ করে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
জানা গেছে, গতকাল রাতে কালিয়াপাড়া বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ও মোস্তফা কামাল ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদের দোকান থেকে ১৭৮ বস্তা চাল গাড়ি করে গৌরীপুর নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি স্থানীয় জনতার সন্দেহ হলে দত্তপুর এলাকায় গাড়ি আটকে জিজ্ঞাসা করলে সরকারি চাল বলে স্বীকার করেন। ঘটনা জানাজানি হলে গাড়ির চালক চাল নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এরপর গৌরীপুর থাকে নান্দাইল রোডে যাওয়ার পথে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় কালিয়াপাড়া বাজারের জনগণের দাবি, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার দেলোয়ার হোসেনের গুদাম থেকে নেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার দেলোয়ার হোসেন রিপন বলেন, ‘জব্দ হওয়া চালগুলো আমার গুদামের নয়। যারা অভিযোগ করছে, তা মিথ্যা। তারপরেও যদি তদন্তে আমার বলে প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
জানতে চাইলে ব্যবসায়ী ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন-অর রশিদ বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। কে বা কারা আমার দোকানে চাল রেখেছে। তবে এ বিষয়ে মোস্তফা কামাল কিছু বলতে পারবে।’ এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, গাড়িসহ চালের বস্তা জব্দ করে থানায় রাখা হয়েছে। ব্যবসায়ী ও গাড়িচালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। ডিলারের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবি পূরণে সরকারকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামীকালের (১৩ অক্টোবর) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
১৬ মিনিট আগেউচ্চমাধ্যমিকে পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাঁদের উচ্চমাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে।
৪১ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের দুই দিন পর চালক মোহাম্মদ সাজ্জাদের (২৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ জানতে পারে, যাত্রী সেজে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রই এই লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনী উপজেলায় চাদর বিছিয়েছে ঘন কুয়াশা। সকালে রাস্তা ঢেকে গেছে কুয়াশায়। হঠাৎ আসা এই কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রোববার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন রাস্তায় এমন দৃশ্য দেখা যায়। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনকে আলো জ্বালিয়ে চলতে
১ ঘণ্টা আগে