Ajker Patrika

নান্দাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান মিয়া (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের খারুয়া ইউনিয়নের হাটশিরা মল্লিক বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকচালক নূর ইসলামকে (৪৫) আটক করা হয়েছে।

নিহত সোহান মিয়া ময়মনসিংহ সদরের ভাটি কাশর এলাকার মৃত রহমত আলীর ছেলে। 

আটককৃত ট্রাকচালক নূর ইসলাম শেরপুরের নবীনগর এলাকার মৃত রহিমের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে উপজেলার মধুপুর থেকে একটি ট্রাক দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাটশিরা এলাকায় পৌঁছালে মধুপুরগামী মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহান মিয়া নিহত হন। পরে স্থানীয়রা ট্রাকচালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ করে। একই সঙ্গে ট্রাকসহ চালক আটক করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু মোবাইলে আজকের পত্রিকাকে জানান, আজ বিকেলে হাটশিরা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকেল ৩টার দিকে দ্রুতগতির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ট্রাকচালককে আটক করে থানায় আনা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত