Ajker Patrika

ভালুকায় মাদ্রাসার শ্রেণিকক্ষে কিশোরের মরদেহ

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) 
আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২: ২৪
ভালুকায় মাদ্রাসার শ্রেণিকক্ষে কিশোরের মরদেহ

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের একটি মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা-পুলিশ। কিশোরের নাম মুহিবুল্লাহ (১৫)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৪ জুলাই) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর আকন্দ বাড়ি এলাকার কিশোর মুহিবুল্লাহকে স্থানীয় একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় পাওয়া যায়। এ সময় কিশোরের গলায় ডিশ লাইনের তার দিয়ে প্যাঁচানো ছিল। জানা গেছে, সৎমা ঈদের দিন মুহিবুল্লাহকে মারধর করেন। ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যার ঘটনা।

ইউপির চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু বলেন, মাদ্রাসা বন্ধ কিন্তু যে রুমে ঘটনাটি ঘটেছে, সেই রুমে মাদ্রাসা ও মার্কেটের পানির মোটরের সুইচ থাকায় রুমটি তালা দেওয়া হয়নি। রুম খোলা থাকায় সেখানে ঢুকে ওই কিশোর আত্মহত্যা করে থাকতে পারে।

মাদ্রাসার প্রধান শিক্ষক নিসার উদ্দিন জামিল বলেন, ‘মাদ্রাসা বন্ধ থাকায় আমরা সবাই ছুটিতে বাড়ি চলে যাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসি।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মুহিবুল্লাহর বাবা ও সৎমাকে থানায় আনা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত