বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় বন্যার তীব্র পানির চাপে উপজেলার অতিতপুর রেলস্টেশন-সংলগ্ন রেললাইনের ৩৪ নম্বর রেলসেতু ভেঙে গেছে। এতে ঢাকা-মোহনগঞ্জ রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বারহাট্টা উপজেলার স্টেশন মাস্টার গোলাম রব্বানী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম রব্বানী জানান, রেলসেতু ভেঙে মোহনগঞ্জের সঙ্গে ঢাকা-ময়মনসিংহসহ সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে।
স্টেশন মাস্টার বলেন, গত বুধবার থেকেই বারহাট্টায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে উপজেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তীব্র চাপ থাকার কারণে ৩৪ নম্বর রেল সেতুর পাশের মাটি সরে ভেসে গেছে। মোহনগঞ্জ থেকে ঢাকার রেলযোগাযোগ বন্ধ থাকলেও বারহাট্টা থেকে ঢাকা বা অন্যান্য জায়গায় রেলযোগাযোগ চালু আছে।
গোলাম রব্বানী বলেন, পানির স্রোত বেশি থাকায় এবং রেলসেতুর পাশের মাটি বেশি পরিমাণে সরে যাওয়ায় খুব দ্রুত এটি সংস্কার করা সম্ভব নয়। তাই রেলসেতুটি সংস্কারে একটু সময় লাগবে।
নেত্রকোনার বারহাট্টায় বন্যার তীব্র পানির চাপে উপজেলার অতিতপুর রেলস্টেশন-সংলগ্ন রেললাইনের ৩৪ নম্বর রেলসেতু ভেঙে গেছে। এতে ঢাকা-মোহনগঞ্জ রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বারহাট্টা উপজেলার স্টেশন মাস্টার গোলাম রব্বানী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম রব্বানী জানান, রেলসেতু ভেঙে মোহনগঞ্জের সঙ্গে ঢাকা-ময়মনসিংহসহ সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে।
স্টেশন মাস্টার বলেন, গত বুধবার থেকেই বারহাট্টায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে উপজেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তীব্র চাপ থাকার কারণে ৩৪ নম্বর রেল সেতুর পাশের মাটি সরে ভেসে গেছে। মোহনগঞ্জ থেকে ঢাকার রেলযোগাযোগ বন্ধ থাকলেও বারহাট্টা থেকে ঢাকা বা অন্যান্য জায়গায় রেলযোগাযোগ চালু আছে।
গোলাম রব্বানী বলেন, পানির স্রোত বেশি থাকায় এবং রেলসেতুর পাশের মাটি বেশি পরিমাণে সরে যাওয়ায় খুব দ্রুত এটি সংস্কার করা সম্ভব নয়। তাই রেলসেতুটি সংস্কারে একটু সময় লাগবে।
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
১৫ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
১৯ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
৩০ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত মো. শাহ আলম রাঢ়ী (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১ মে) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। শাহ আলম উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা।
৩৫ মিনিট আগে