Ajker Patrika

বীর প্রতীক সদরুজ্জামান হেলাল মারা গেছেন

জামালপুর প্রতিনিধি
বীর প্রতীক সদরুজ্জামান হেলাল মারা গেছেন

জামালপুরের বীর প্রতীক সৈয়দ সদরুজ্জামান হেলাল ইন্তেকাল করেছেন। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজায়েত আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, তিনি ১৯৫০ সালের ৩০ জানুয়ারি জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা সৈয়দ বদরুজ্জামান ও মা সৈয়দা খোদেজা জামান। তিনি দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের জামালপুর মহকুমা শাখার জ্যৈষ্ঠ সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পুরো জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ ছুটে যান হাসপাতালে। 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত