হালুয়াঘাট প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে আবদুল মতিন (৭৪) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্বজনদের।
আজ বুধবার সকালে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের জামাতা আরশাদ আলীকে (৪২) আটক করা হয়েছে।
নিহত আবদুল মতিন ভুবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রামের মৃত নগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে মতিন বাড়ি থেকে বাজারে যান। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে বাজারের মোড়ে দেখতে পান এলাকাবাসী।
বুধবার ভোরে নামাজের সময় স্থানীয়রা লক্ষ্মীকুড়া এলাকার মেনংছড়া-রাবার ড্যাম সড়কের ইটের সলিং অংশে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তাঁরা আশপাশে খুঁজতে গিয়ে নূরুল ইসলামের পুকুরপাড়ের ঝোপে উপুড় হয়ে থাকা একটি রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশটি শনাক্ত ও উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, বাজার থেকে ফেরার পথে ইটের সলিং রাস্তায় পৌঁছালে পেছন থেকে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয় এবং পরে মরদেহ ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়।
নিহতের চাচাতো ভাই আবদুর রহমান বলেন, ‘বিকেলে সে আমার কাছ থেকে ২০০ টাকা ধার নিয়ে বাজারে গিয়েছিল। রাত ১০টা পর্যন্ত তাকে বাজারের মোড়ে দেখা গেছে। সম্ভবত বাড়ি ফেরার পথে কেউ তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে।’ তিনি ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) রাজন চন্দ্র পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহের হালুয়াঘাটে আবদুল মতিন (৭৪) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্বজনদের।
আজ বুধবার সকালে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের জামাতা আরশাদ আলীকে (৪২) আটক করা হয়েছে।
নিহত আবদুল মতিন ভুবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রামের মৃত নগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে মতিন বাড়ি থেকে বাজারে যান। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে বাজারের মোড়ে দেখতে পান এলাকাবাসী।
বুধবার ভোরে নামাজের সময় স্থানীয়রা লক্ষ্মীকুড়া এলাকার মেনংছড়া-রাবার ড্যাম সড়কের ইটের সলিং অংশে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তাঁরা আশপাশে খুঁজতে গিয়ে নূরুল ইসলামের পুকুরপাড়ের ঝোপে উপুড় হয়ে থাকা একটি রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশটি শনাক্ত ও উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, বাজার থেকে ফেরার পথে ইটের সলিং রাস্তায় পৌঁছালে পেছন থেকে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয় এবং পরে মরদেহ ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়।
নিহতের চাচাতো ভাই আবদুর রহমান বলেন, ‘বিকেলে সে আমার কাছ থেকে ২০০ টাকা ধার নিয়ে বাজারে গিয়েছিল। রাত ১০টা পর্যন্ত তাকে বাজারের মোড়ে দেখা গেছে। সম্ভবত বাড়ি ফেরার পথে কেউ তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে।’ তিনি ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) রাজন চন্দ্র পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
২ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৩ মিনিট আগে