Ajker Patrika

এক রাতেই গ্রেপ্তার ২৭, আতঙ্কে বাড়ি ছাড়ছেন বিএনপির নেতারা

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫: ১৮
এক রাতেই গ্রেপ্তার ২৭, আতঙ্কে বাড়ি ছাড়ছেন বিএনপির নেতারা

অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে জামালপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের চার মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অনেক নেতা-কর্মী গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

গতকাল বুধবার রাতে জামালপুর সদর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ থানায় এ মামলা করা হয়। এতে ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

এ চার পুলিশ জানায়, জামালপুর সদর থানায় ৫৪ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানায় ৩০ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। এর মধ্যে রাতেই শহরের সীমারপাড়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে ইসলামপুর থানায় ২৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ জনকে। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দেওয়ানগঞ্জে ৪০ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

জামালপুরে বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক নেতা-কর্মী পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদের বেশির ভাগ রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিতে আগেভাগেই চলে গেছেন। 

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘সরকার ঢাকার বিএনপির সমাবেশ বানচাল করতেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছে। তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা সফল হবে না। যত বাধাই আসুক, ঢাকার মহাসমাবেশ সার্থক এবং সফল করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত