Ajker Patrika

সাম্প্রদায়িকতার স্থান বাকৃবিতে হবে না: উপাচার্য

বাকৃবি প্রতিনিধি
সাম্প্রদায়িকতার স্থান বাকৃবিতে হবে না: উপাচার্য

সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার স্থান বাকৃবিতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বাকৃবির ২০২০-২১ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান আরও বলেন, ‘বাকৃবি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষার্থীদের অধিকার অধিকতর বেশি নিশ্চিত করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সবাই অঙ্গীকারবদ্ধ। তা ছাড়া কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদাদানের মাধ্যমে বঙ্গবন্ধু কৃষিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের কৃষির উন্নয়নে বাকৃবি অসামান্য অবদান রেখে যাচ্ছে।’

 সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল হায়দার রাসেল, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন ও রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত