Ajker Patrika

‘স্বপ্ন ছিল বউ সাজব’, সাত পৃষ্ঠার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৯: ৩৩
‘স্বপ্ন ছিল বউ সাজব’, সাত পৃষ্ঠার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

‘স্বপ্ন ছিল বউ সাজব। জীবনে বিয়ের গোসল পাইনি, এখন দাফনের গোসলটাও পাব না।’ এমন মন্তব্য করে সাত পৃষ্ঠার চিরকুট লিখে আত্মহত্যা করেন জান্নাতুল ফেরদৌসী (১৯) নামে এক তরুণী। এর মধ্যে এক জায়গায় লিখেন, ‘ইশ! মানুষ হিংস্র পশুর চেয়েও ভণ্ড। হে খোদা। তুমি ক্ষমাকারীদের ভালোবাসো, তুমি ক্ষমাশীল।’ 

গতকাল শনিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

খবর পেয়ে আজ রোববার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। জান্নাতুল ফেরদৌসী ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বছর জান্নাতুল ফেরদৌসী উপজেলার মুক্তিযোদ্ধা কলেজে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার সঙ্গে এক সেনা সদস্যের বিয়ের কথা হয়। পরে দেনা-পাওনা নিয়ে সম্পর্কটা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। ওই ঘটনায় বিরক্ত হয়ে জান্নাতুল যে কোনো সেনা সদস্যকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। 

পরে সেনাবাহিনীর পোশাক পরা শেরপুর সদরের সাপমারী এলাকার শিপন (২৫) নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। শিপন নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দেন। ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জান্নাতুল। প্রায় সাত মাস আগে জান্নাতুল তার পরিবারের অমতে শিপনকে বিয়ে করেন। 

বিয়ের পরে জানতে পারেন, শিপন সেনা সদস্য নয়। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। তার বড় ভাই সেনা সদস্য হওয়ার সুবাদে শিপন তাঁর দেওয়া গেঞ্জি পরে ফেসবুকে ছবি পোস্ট দিতেন। 

অপর দিকে গত সাত মাসে জান্নাতুলকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নেন শিপন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। গত রমজানে জান্নাতুল রাগ করে বাবার বাড়িতে চলে আসেন। 

জান্নাতুলের পরিবার জানায়, ‘সে আমাদের অমতে বিয়ে করেছেন। গত রোজার ঈদের আগেই রাগ করে বাড়ি চলে আসেন। কয়েক দিন আগেও শিপন বাড়িতে এসেছিলেন। কিন্তু বনিবনা না হওয়ায় সে তার সঙ্গে শ্বশুর বাড়িতে যায়নি।’ 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। সাত পৃষ্ঠার চিরকুটটি জব্দ করা হয়েছে। তবে সেখানে কাউকে নির্দিষ্ট করে তিনি অভিযুক্ত করেননি। সেখানে অভিমানের কথা লিখে গেছেন। এ নিয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত