Ajker Patrika

ভালুকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রতিনিধি
ভালুকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহ ভালুকা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছে। গত মঙ্গলবার (১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ছোট ভাইয়ের নাম আফাজ উদ্দিন (৩৫) এবং উপজেলার চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ভালুকা মডেল থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আব্দুল আজিজের দুই ছেলে রমিজ উদ্দিন (৫০) ও আফাজ উদ্দিন (৩৫) এর মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। নিহতের পিতা আব্দুল আজিজ বাড়ি ভিটা থেকে গাছ বিক্রি করেন। ঘটনার সময় আফাজ উদ্দিন সেই গাছের লাকড়ি আনার জন্য গেলে, পেছন থেকে বড় ভাই রমিজ উদ্দিন তাঁর দুই পায়ে বড় দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মামলা রুজু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত