নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা দক্ষিণ বাঁশহাটি গ্রামের আব্দুল মালেকের সঙ্গে এগারো বছর আগে বিয়ে হয় মোছা. কামরুন্নাহারের। এই দম্পতির তিন সন্তান রয়েছে। তাঁদের সংসার ভালো চললেও হঠাৎ বিপত্তি বাধে যৌতুকের টাকা ও স্বামীর কথিত প্রেমিকা সালমা আক্তারকে নিয়ে।
কামরুন্নাহারের অভিযোগ, স্বামী মালেক তাঁর কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় মালেক তাঁকে এবং সন্তানদের রেখে কথিত প্রেমিকা সালমাকে নিয়ে পালিয়ে গেছেন।
এ ঘটনায় কামরুন্নাহার স্বামী আব্দুল মালেক (৩২) ও কথিত প্রেমিকা সালমা আক্তারের (৩৫) নামে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সালমা আক্তার যশোর জেলার কেশবপুর থানার মজিদপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। সালমারও তিনটি সন্তান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আট মাস আগে স্ত্রী কামরুন্নাহারের কাছে স্বামী মালেক ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী যৌতুকের টাকা দিতে অপারগতা জানান। এতে স্ত্রী কামরুন্নাহারের ওপর ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে দা দিয়ে ধাওয়া করলে আশপাশের মানুষ এগিয়ে আসলে তিনি রক্ষা পান। পরে বাড়ি থেকে বের করে দিয়ে স্ত্রী-সন্তানের ভরণপোষণ বন্ধ করে দেন। সকল কর্মকাণ্ড কথিত প্রেমিকা সালমা আক্তারের প্ররোচনায় হয়েছে বলে অভিযোগ করেন কামরুন্নাহার।
কামরুন্নাহার বলেন, ‘আমার তিন সন্তান রেখে বাড়ি থেকে উধাও হয়ে গেছে স্বামী। অভাব-অনটনে দিন পার করতেছি। কথিত প্রেমিকা সালমার কারণেই আমার সংসারে অশান্তি।’
অভিযোগের বিষয়ে জানতে মালেককে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহাম্মেদ আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা দক্ষিণ বাঁশহাটি গ্রামের আব্দুল মালেকের সঙ্গে এগারো বছর আগে বিয়ে হয় মোছা. কামরুন্নাহারের। এই দম্পতির তিন সন্তান রয়েছে। তাঁদের সংসার ভালো চললেও হঠাৎ বিপত্তি বাধে যৌতুকের টাকা ও স্বামীর কথিত প্রেমিকা সালমা আক্তারকে নিয়ে।
কামরুন্নাহারের অভিযোগ, স্বামী মালেক তাঁর কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় মালেক তাঁকে এবং সন্তানদের রেখে কথিত প্রেমিকা সালমাকে নিয়ে পালিয়ে গেছেন।
এ ঘটনায় কামরুন্নাহার স্বামী আব্দুল মালেক (৩২) ও কথিত প্রেমিকা সালমা আক্তারের (৩৫) নামে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সালমা আক্তার যশোর জেলার কেশবপুর থানার মজিদপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। সালমারও তিনটি সন্তান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আট মাস আগে স্ত্রী কামরুন্নাহারের কাছে স্বামী মালেক ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী যৌতুকের টাকা দিতে অপারগতা জানান। এতে স্ত্রী কামরুন্নাহারের ওপর ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে দা দিয়ে ধাওয়া করলে আশপাশের মানুষ এগিয়ে আসলে তিনি রক্ষা পান। পরে বাড়ি থেকে বের করে দিয়ে স্ত্রী-সন্তানের ভরণপোষণ বন্ধ করে দেন। সকল কর্মকাণ্ড কথিত প্রেমিকা সালমা আক্তারের প্ররোচনায় হয়েছে বলে অভিযোগ করেন কামরুন্নাহার।
কামরুন্নাহার বলেন, ‘আমার তিন সন্তান রেখে বাড়ি থেকে উধাও হয়ে গেছে স্বামী। অভাব-অনটনে দিন পার করতেছি। কথিত প্রেমিকা সালমার কারণেই আমার সংসারে অশান্তি।’
অভিযোগের বিষয়ে জানতে মালেককে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহাম্মেদ আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়েছে।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে