Ajker Patrika

নেত্রকোনায় জুয়ার আসর থেকে আটক ১২

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় জুয়ার আসর থেকে আটক ১২

নেত্রকোনার কলমাকান্দায় জুয়ার আসর থেকে ১২ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামের একটি বাড়ি থেকে জুয়ার আসর থেকে তাঁদের আটক করা হয়। আটকের পর থানায় মামলা দিয়ে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- লেংগুরা ইউনিয়নের মাজহারুল ইসলাম (২৪), নাছির উদ্দীন (৪৯), মো. রহিছ উদ্দিন (৩৯), মো. তাজুর ইসলাম (৪৯), মো. মানিক মিয়া (২৫), মো. তাইজ উদ্দিন (৪৭), মো. কামাল উদ্দিন ভূঁইয়া (৫৩), আ. রশিদ (৪৩), মো. শহিদ মিয়া (৩৮), নাজমুল হক (২৬), সাজ্জাদ হোসেন (৪৩) ও মো. রাহাত উল্লাহ (২০)।

এদিন অপর এক অভিযানে তিন বোতল ভারতীয় মদসহ আরও দুজনকে আটক করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া অপর এক অভিযানে তিন বোতল ভারতীয় মদসহ আরও দুজনকে আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত