Ajker Patrika

হাসপাতালের ভবন থেকে লাফ দিয়ে রোগীর ‘আত্মহত্যা’

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৫: ৪০
হাসপাতালের ভবন থেকে লাফ দিয়ে রোগীর ‘আত্মহত্যা’

শেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে মধু চক্রবর্তী (৪৫) নামে এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মধু চক্রবর্তী নেত্রকোনা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে। তিনি শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় থাকতেন। 

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে তিনি শ্বাসকষ্ট, বমি ও পেটে ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের ষষ্ঠ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। শনিবার রাতে স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে হাসপাতালের ষষ্ঠ তলার বারান্দা থেকে লাফ দেন তিনি। পরে শব্দ শুনে হাসপাতালের লোকজন ও তাঁর স্বজনেরা উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন বলেন, ওই রোগী শ্বাসকষ্ট ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া তাঁর ব্রেইন টিউমারের অপারেশন হয়েছিল। তাঁর কিছুটা মানসিক সমস্যাও ছিল বলে মনে হচ্ছে। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত