Ajker Patrika

দুর্নীতি করলে আমার বিরুদ্ধে পত্রিকায় লিখবেন: ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৯: ১০
দুর্নীতি করলে আমার বিরুদ্ধে পত্রিকায় লিখবেন: ধর্ম প্রতিমন্ত্রী

সাংবাদিকদের উদ্দেশে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘আমি অনিয়ম-দুর্নীতি করলে আমার বিরুদ্ধে পত্রিকায় লিখবেন। এতে আমি সতর্ক হওয়ার সুযোগ পাব। রাজনীতিবিদদের ভুল সংশোধনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। এ কারণে আমরা গণমাধ্যমে বিশ্বাসী।’ 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা বাধগ্রস্ত না হলে দেশে আরও অভূতপূর্ব উন্নয়ন হবে।’ 

আজ বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় ফরিদুল এসব কথা বলেন। 

ওই সভায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমরা নৌকা প্রতীকে তাঁরই নির্বাচন করব। দেশের উন্নয়নে আওয়ামী লীগের ভূমিকা স্মরণীয়। দলমত-নির্বিশেষে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।’ 

ঈদের আনন্দ উপভোগ করতে বিপদগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া জরুরি বলে উল্লেখ করেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অসহায় মানুষের সেবা দেওয়া আমাদের সবার দায়িত্ব। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।’

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সিনিয়র সহসভাপতি কোরবান আলী, সিনিয়র সাংবাদিক আব্দুস সামাদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত