Ajker Patrika

ময়মনসিংহে অপহরণের ৬ মাস পর কিশোরী উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে অপহরণের ৬ মাস পর কিশোরী উদ্ধার

অপহরণের ছয় মাস পর এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। সোমবার সন্ধ্যার পর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ওই কিশোরীকে গত রোববার বিকেলে জেলার ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।

জেলা পিবিআই উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. খাজেম মাহমুদ জানান, উপজেলার কালাদহ পুর্বপাড়া গ্রামের আ. সামাদের ছেলে মো. তুহিন মিয়া (১৯) একই উপজেলার এক কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করত। তুহিন মাঝে মধ্যেই ওই কিশোরীকে কু-প্রস্তাব দিত। বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে তুহিন মিয়ার পরিবারকে জানায়। পরে তুহিনের পরিবার জানায়, সে আর তাদের বাড়িতে যাবে না। এ ঘটনার পর গত বছরের ১১ অক্টোবর ওই কিশোরী বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হলে তুহিন তার সঙ্গীদের নিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।

মো. খাজেম মাহমুদ আরও জানান, এই ঘটনায় কিশোরীর পরিবার আদালতে উদ্ধার মামলা করেন। মামলার তদন্তভার পিবিআই’র হাতে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভালুকার সিডস্টোর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর আদালতে তোলা হলে ওই কিশোরী জানায়, তুহিনের সঙ্গে তার প্রায় আড়াই বছর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি উভয়ের পরিবার মেনে না নেওয়ায় তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ১১ অক্টোবর দুজন পালিয়ে চট্টগ্রামে গিয়ে বিয়ে করেন। সেখান থেকে দুই দিন আগে ভালুকায় আসেন। 

পরে আদালতের নির্দেশে ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত