Ajker Patrika

নান্দাইলে চেয়ারম্যান ও সদস্য পদে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে চেয়ারম্যান ও সদস্য পদে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

নান্দাইলে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন গত ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। গতকাল রোববার মনোনয়নপত্র চূড়ান্ত বাছাইকালে চারজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

নান্দাইল নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১১ টি ইউপিতে ১১ জন চেয়ারম্যান পদের বিপরীতে ৭৩ জন, সাধারণ সদস্য পদে ৯৯ পদের বিপরীতে ৪২২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩৩ পদের বিপরীতে ১৪২ জন মনোনয়ন জমা দিয়েছেন। 

দলীয় মনোনয়ন পত্রে ঝামেলার কারণে চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে এমদাদুল হক ভূঁইয়া (নৌকা) ও রাজগাতী ইউনিয়নের শাহাদাৎ হোসেন টুটন (নৌকা), ঋণখেলাপি হওয়ার কারণে মোয়াজ্জেমপুর ইউনিয়নের আবু বকর ছিদ্দিক (স্বতন্ত্র), আচারগাঁও ইউনিয়নের জাহাঙ্গীর আলমের (স্বতন্ত্র) এবং খারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে কামরুল হাসানের বয়স কম হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, যাচাই বাছাই করে ৪ জন চেয়ারম্যান ও ১ জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৩ দিনের মধ্যে সকল প্রার্থীর জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আপিল করার সুযোগ রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত