Ajker Patrika

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, জরিমানা, মাংস জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আজ সকালে শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : আজকের পত্রিকা
অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আজ সকালে শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : আজকের পত্রিকা

ভোরের আলো ফোটার আগেই এক অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করেন হাফিজ নামের এক মাংস ব্যবসায়ী। এ ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার (১৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর এবং কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ওই মাংস ব্যবসায়ী ভোর ৫টার দিকে মাত্র ৩৫ হাজার টাকায় একটি মৃতপ্রায় অসুস্থ পূর্ণবয়স্ক গরু কিনে শহরের মাংস মহলে নিয়ে আসেন। কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুটি জবাই করেন এবং মাংস বিক্রির চেষ্টা চালান।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করে জবাইকৃত মাংস জব্দ করা হয় এবং সাক্ষ্য-প্রমাণ ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত