Ajker Patrika

ওয়াজে গিয়ে দুর্বৃত্তদের মারধরে আহত কলেজছাত্রের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ওয়াজে গিয়ে দুর্বৃত্তদের মারধরে আহত কলেজছাত্রের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে ওয়াজে গিয়ে দুর্বৃত্তদের মারধরে আহত কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পি (১৭) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত নওশাদ আহমেদ বাপ্পি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। বাপ্পি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজে ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল হয়। সেখানে ওয়াজ মাহফিলে মাইক ও লাইটিংয়ের দায়িত্ব পান বাপ্পির চাচার শহীদ মাইক সার্ভিস। বাপ্পি সন্ধ্যার দিকে চাচার সঙ্গে ওয়াজ মাহফিলে লাইটিংয়ের কাজ করেন। পরে ওয়াজ চলাকালীন সময়ে রাত ৯ দিকে দুর্বৃত্তরা ওয়াজ মাহফিলে থেকে বাপ্পিকে ডেকে নিয়ে কলেজের শহীদ মিনারের পাশে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে মারাত্মক আহত হয় বাপ্পি। 

স্থানীয় ও পরিবারের সদস্যরা আহত অবস্থায় বাপ্পিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায় চিকিৎসক। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাপ্পি। 

নিহত কলেজছাত্রের চাচা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সন্ধ্যার আগে বাপ্পি প্রাইভেট পড়ে আমার দোকানে খাতা কলম রেখে যায়। পরে ওয়াজ মাহফিলে লাইটিংয়ের কাজও করে। রাত ৯টার দিকে কলেজের ভেতরে তাকে মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক ভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত