Ajker Patrika

দুর্ঘটনা রোধে যানবাহনের হেড লাইটে রঙের প্রলেপ

শেরপুর প্রতিনিধি
দুর্ঘটনা রোধে যানবাহনের হেড লাইটে রঙের প্রলেপ

শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের হেড লাইটের ওপরের অংশে কালো রঙ দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

উপজেলা পরিষদ সভাকক্ষে লাইসেন্সবিহীন গাড়ি চালকদের আইনগত সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া চালকদের ব্যাটারিচালিত অটোরিকশার হেড লাইটের ওপরের অংশে কালো রঙ দিয়ে দেওয়া হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন (ইউচিডিপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের দুই শিফটে ৭০ জন চালক অংশ নেন। এতে অর্থায়ন করে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা)।

পরে চালকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইউএনও মো. ফারুক আল মাসুদ। এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, বিআরটিএ শেরপুরের মোটরযান পরিদর্শক আবু পলাশ, মোটরযান সহকারী পরিদর্শক ফজলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, রাতে সড়কে যানবাহন চালানোর সময় হেড লাইটের আলো ওপরে ওঠানো থাকায় তা বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকদের চোখে লাগে। আর এতে অনেক দুর্ঘটনা ঘটে। এ ছাড়া চালকদের অসতর্কতা, অসচেতনতা, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই দুর্ঘটনা রোধে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত