Ajker Patrika

৪টার পরেও কেন্দ্রে ভোটারদের লাইন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৭: ১৯
৪টার পরেও কেন্দ্রে ভোটারদের লাইন

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার উপস্থিতি। ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পরও কেন্দ্রের ভেতর ভোটারদের লম্বা লাইনের দেখা মিলেছে। অন্যদিকে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড়ে সাধারণ ভোটাররা কেন্দ্রের বাইরে ভোগান্তিতে পড়েছেন। 

আজ শনিবার নগরীর পাটগুদাম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা। ভেতরে ভোট শেষ হলেও বাইরে থেকে কেন্দ্রের মধ্যে ঢোকানো হচ্ছে ভোটার। ভিড়ের কারণে বিরক্ত হচ্ছেন ভোটাররা। অনেকেই অভিযোগ করেছেন সময় ক্ষেপণের। এ সময় কেন্দ্রের গেট বন্ধ হলেও বাইরে থেকে গেট খোলার অনুরোধ করা হয়। এর কিছুক্ষণ পরই র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

রীতা রানী নামে এক ভোটার বলেন, ‘দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এখনো ভোট দিতে পারি নাই। শুনছি মেশিনে কাজ করে না।’ 

পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মানিক আজকের পত্রিকাকে জানান, তাঁর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ২২৩ জন। বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৯৫৩টি, যা মোট ভোটারের ৪৩ শতাংশ। 

অন্যদিকে নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার জানান, তাঁর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৯ জন। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮০টি, যা মোট ভোটারের ৩৫ শতাংশ। 

তিনি বলেন, ‘ভোটের যে লাইন তাতে যদি ৪টার মধ্যে কেন্দ্রের ভেতরে ভোটার থাকে, তাহলে যতক্ষণ না ভোট হবে ততক্ষণ আমরা ভোট নেব।’ 

আবুল বাশার অভিযোগ করে বলেন, ‘এখানে এজেন্ট-প্রার্থী অনেক বেশি। এতে করে ভোট গ্রহণে সমস্যা হচ্ছে। আবার অনেকেই জানেন না কীভাবে ইভিএম ব্যবহার করতে হয়। আমাদের শিখিয়ে দিতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে অনেক। এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই।’ 

নগরীর অন্য কেন্দ্রগুলোতেও দুপুরের পর ভিড় বাড়তে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত