Ajker Patrika

কলমাকান্দা থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৩, ১৫: ০১
কলমাকান্দা থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনার কলমাকান্দায় একটি হত্যা মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। লেঙ্গুরা এলাকা থেকে আজ রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর একটি দল। র‍্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ গামারীতলা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গত ৩ মার্চ ময়মনসিংহের ধোবাউড়ায় লস্কর আলীকে (৬৩) বাড়ি থেকে ডেকে নিয়ে চারুয়া বিলের ধানখেতের পাশে ছুরিকাঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যান রফিকুল। পরদিন জ্ঞান ফিরলে নিজেকে ধানখেতে আবিষ্কার করেন লস্কর।  রক্তাক্ত শরীর নিয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে ভোরে মৃত্যুবরণ করেন তিনি। 

এ ঘটনায় লস্কর আলীর স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে মো. রফিকুল ইসলামকে প্রধান আসামি করে  ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে রফিকুলসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা থেকে তাঁকে গ্রেপ্তার করা  হয়।
 
র‍্যাব-১৪-এর  সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, রফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আজ রোববার সকালে তাঁকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত