ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর ছয় লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার বৈলর কাজির শিমলা উকিল বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারেরা হলেন–সোহাগ মিয়া (২৮) বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রাম এবং মেহেদি হাসান (২৫) বাড়ি একই ইউনিয়নের চকপাঁচপাড়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠাল ইউনিয়নের দরিল্লা গ্রামে এক প্রবাসীর স্ত্রী জমি কেনার জন্য ছয় লাখ টাকা সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে তুলে রিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে চলন্ত মোটরসাইকেলে অভিনব কৌশলে টাকা ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী।
তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে পুলিশের এ এস আই মাহমুদুল হাসান জামান ছিনতাইকারীকে ধাওয়া করলে পরে কিলো ডিউটিতে থাকা এস আই হুমায়ুন কবীরও যোগ দেন। দুই পুলিশ প্রায় আট কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারী সোহাগ মিয়া ও মেহেদি হাসানকে টাকাসহ আটক করতে সক্ষম হন।
তাঁরা ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল (সিআইডি) দেখে এভাবে ছিনতাইয়ে অনুপ্রাণিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান এসআই হুমায়ুন কবীর।
সহকারী পুলিশ সুপার অরিত সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে টাকা ছিনতাই করে পালানোর পথে ত্রিশাল থানা-পুলিশের দু’জন অফিসার টহলরত থাকাবস্থায় টাকা, মোবাইল, ব্যাংকের চেকবই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ত্রিশাল থানার দু’জন চৌকস পুলিশ অফিসার টাকাসহ ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করেন। এই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ময়মনসিংহের ত্রিশালে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর ছয় লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার বৈলর কাজির শিমলা উকিল বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারেরা হলেন–সোহাগ মিয়া (২৮) বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রাম এবং মেহেদি হাসান (২৫) বাড়ি একই ইউনিয়নের চকপাঁচপাড়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠাল ইউনিয়নের দরিল্লা গ্রামে এক প্রবাসীর স্ত্রী জমি কেনার জন্য ছয় লাখ টাকা সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে তুলে রিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে চলন্ত মোটরসাইকেলে অভিনব কৌশলে টাকা ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী।
তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে পুলিশের এ এস আই মাহমুদুল হাসান জামান ছিনতাইকারীকে ধাওয়া করলে পরে কিলো ডিউটিতে থাকা এস আই হুমায়ুন কবীরও যোগ দেন। দুই পুলিশ প্রায় আট কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারী সোহাগ মিয়া ও মেহেদি হাসানকে টাকাসহ আটক করতে সক্ষম হন।
তাঁরা ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল (সিআইডি) দেখে এভাবে ছিনতাইয়ে অনুপ্রাণিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান এসআই হুমায়ুন কবীর।
সহকারী পুলিশ সুপার অরিত সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে টাকা ছিনতাই করে পালানোর পথে ত্রিশাল থানা-পুলিশের দু’জন অফিসার টহলরত থাকাবস্থায় টাকা, মোবাইল, ব্যাংকের চেকবই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ত্রিশাল থানার দু’জন চৌকস পুলিশ অফিসার টাকাসহ ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করেন। এই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে