প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা): টানা দুই দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে কুল্লাগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া অনেক এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বড় আকারের বন্যা হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোমেশ্বরী নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন আতঙ্কে দিন-রাত কাটাচ্ছে তীরবর্তী শিবগঞ্জ, ডাকুমারা, কুল্লাগড়া, বড়ইকান্দি, রানীখংসহ বেশ কিছু এলাকার মানুষ। অনেকেই ভাঙনের ভয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত জানান, দুর্গাপুর পয়েন্টের সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপদ সীমা ১২ দশমিক ৫৫ মিটার পানি প্রবাহিত হচ্ছে। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে বিপদ সীমা ১৫ দশমিক ৮৯ মিটার। সেখানে পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ৫২ মিটার। দুর্গাপুর উপজেলার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬৮ মিলিমিটার।
দুর্গাপুরের ইউএনও রাজিব উল আহসান বলেন, ‘উজানের ঢল মোকাবিলায় আমরা এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। নদীর তীরবর্তী অঞ্চলগুলোর জনপ্রতিনিধিদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। তাঁরা তীরবর্তী এলাকার মানুষের মাঝে দ্রুত সেবা পৌঁছে দিতে কাজ করছেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে আমাদের টিম প্রস্তুত রয়েছে।’
দুর্গাপুর (নেত্রকোনা): টানা দুই দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে কুল্লাগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া অনেক এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বড় আকারের বন্যা হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোমেশ্বরী নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন আতঙ্কে দিন-রাত কাটাচ্ছে তীরবর্তী শিবগঞ্জ, ডাকুমারা, কুল্লাগড়া, বড়ইকান্দি, রানীখংসহ বেশ কিছু এলাকার মানুষ। অনেকেই ভাঙনের ভয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত জানান, দুর্গাপুর পয়েন্টের সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপদ সীমা ১২ দশমিক ৫৫ মিটার পানি প্রবাহিত হচ্ছে। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে বিপদ সীমা ১৫ দশমিক ৮৯ মিটার। সেখানে পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ৫২ মিটার। দুর্গাপুর উপজেলার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬৮ মিলিমিটার।
দুর্গাপুরের ইউএনও রাজিব উল আহসান বলেন, ‘উজানের ঢল মোকাবিলায় আমরা এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। নদীর তীরবর্তী অঞ্চলগুলোর জনপ্রতিনিধিদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। তাঁরা তীরবর্তী এলাকার মানুষের মাঝে দ্রুত সেবা পৌঁছে দিতে কাজ করছেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে আমাদের টিম প্রস্তুত রয়েছে।’
পটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তুলাতলি-২ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের মাথা, বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের...
৫ মিনিট আগেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি (জেনারেল, সায়েন্স, টেকনোলজি) গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
৯ মিনিট আগেচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো রকমের কার্পণ্য করা হবে না। আদালতের নিষেধাজ্ঞা নেই এমন সব স্থাপনা যেন দ্রুত উচ্ছেদ করা হয়। আদালতের কোনো নির্দেশনা না থাকলে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক দিনও দেরি করা হবে না।
১২ মিনিট আগেমৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে আটক ৫৯ জনকে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বড়লেখা উপজেলা থেকে ৪৪ জন এবং কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে আটক ১৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
২১ মিনিট আগে