Ajker Patrika

সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে

প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৩
সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে

দুর্গাপুর (নেত্রকোনা): টানা দুই দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে কুল্লাগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া অনেক এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বড় আকারের বন্যা হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোমেশ্বরী নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন আতঙ্কে দিন-রাত কাটাচ্ছে তীরবর্তী শিবগঞ্জ, ডাকুমারা, কুল্লাগড়া, বড়ইকান্দি, রানীখংসহ বেশ কিছু এলাকার মানুষ। অনেকেই ভাঙনের ভয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে।

দুর্গাপুরে টানা বর্ষণে বেড়েছে সোমেশ্বরী  নদীর পানিজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত জানান, দুর্গাপুর পয়েন্টের সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপদ সীমা ১২ দশমিক ৫৫ মিটার পানি প্রবাহিত হচ্ছে। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে বিপদ সীমা ১৫ দশমিক ৮৯ মিটার। সেখানে পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ৫২ মিটার। দুর্গাপুর উপজেলার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬৮ মিলিমিটার।

দুর্গাপুরের ইউএনও রাজিব উল আহসান বলেন, ‘উজানের ঢল মোকাবিলায় আমরা এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। নদীর তীরবর্তী অঞ্চলগুলোর জনপ্রতিনিধিদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। তাঁরা তীরবর্তী এলাকার মানুষের মাঝে দ্রুত সেবা পৌঁছে দিতে কাজ করছেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে আমাদের টিম প্রস্তুত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত