নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে গলা কেটে হত্যার পর এক ব্যক্তির মুখ পুড়িয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জেলা পিবিআইয়ের পরিদর্শক (অ্যাডমিন) অভিরঞ্জন দেব জানান, জেলা পিবিআইয়ের উপপরিদর্শক এমদাদুল হকের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে।
অভিরঞ্জন দেব জানান, অজ্ঞাত লাশের ব্যক্তি হচ্ছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুর-বিশ্বাসপাড়া গ্রামের আব্দুস সামাদ ও ছায়রা খাতুন দম্পতির ছেলে মো. সাইফুল ইসলাম। জাতীয় পরিচয়পত্রে সাইফুলের জন্ম তারিখ হলো ১৯৮২ সালের ১০ ডিসেম্বর।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের সামনের ডিঙাপোঁতা হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। তখন তাঁর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘হাওরের জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় লোকজন এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গলা কেটে হত্যার পর পরনের কাপড় খুলে আগুন দিয়ে মুখমণ্ডল পুড়িয়ে দেয় হত্যাকারীরা। মূলত পরিচয় লুকানোর জন্যই হত্যাকারীরা এ কাজ করেছে।’
আপাতত ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছেন ওসি দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাহেব আলী পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।’
পিবিআইয়ের পুলিশ কর্মকর্তা অভিরঞ্জন দেব বলেন, ‘লাশ পড়ে থাকার খবর পেয়ে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। তখন থেকেই এই হত্যার রহস্য উন্মোচনে থানা-পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্তে নামে।’
নেত্রকোনার মোহনগঞ্জে গলা কেটে হত্যার পর এক ব্যক্তির মুখ পুড়িয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জেলা পিবিআইয়ের পরিদর্শক (অ্যাডমিন) অভিরঞ্জন দেব জানান, জেলা পিবিআইয়ের উপপরিদর্শক এমদাদুল হকের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে।
অভিরঞ্জন দেব জানান, অজ্ঞাত লাশের ব্যক্তি হচ্ছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুর-বিশ্বাসপাড়া গ্রামের আব্দুস সামাদ ও ছায়রা খাতুন দম্পতির ছেলে মো. সাইফুল ইসলাম। জাতীয় পরিচয়পত্রে সাইফুলের জন্ম তারিখ হলো ১৯৮২ সালের ১০ ডিসেম্বর।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের সামনের ডিঙাপোঁতা হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। তখন তাঁর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘হাওরের জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় লোকজন এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গলা কেটে হত্যার পর পরনের কাপড় খুলে আগুন দিয়ে মুখমণ্ডল পুড়িয়ে দেয় হত্যাকারীরা। মূলত পরিচয় লুকানোর জন্যই হত্যাকারীরা এ কাজ করেছে।’
আপাতত ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছেন ওসি দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাহেব আলী পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।’
পিবিআইয়ের পুলিশ কর্মকর্তা অভিরঞ্জন দেব বলেন, ‘লাশ পড়ে থাকার খবর পেয়ে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। তখন থেকেই এই হত্যার রহস্য উন্মোচনে থানা-পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্তে নামে।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে