Ajker Patrika

ময়মনসিংহ সীমান্তে চোরাচালানের কম্বলসহ আটক ৫

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে জব্দ করা কম্বল। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে জব্দ করা কম্বল। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা কম্বলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টার দিকে কলসিন্দুর-দুধনই সড়কের দেউলা সেতু এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় একটি করে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান, ১৫০টি কম্বল, ছয়টি মোবাইল ফোন ও ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

আটক পাঁচজন হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দুপপুরের মো. সুমন মিয়া, দুর্লভপুরের মো. হাবিবুর রহমান, চন্নপাড়ার মো. রতন আহম্মেদ, বাংনাহাটির মো. তোফাজ্জল হোসেন ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধুনিয়াকান্দির মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে গতকাল সোমবার রাত থেকে বেশ কয়েকটি সীমান্ত সড়কে পুলিশের অভিযানকারী দল টহলরত ছিল। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলসিন্দুর-দুধনই সড়কের দেউলা সেতু এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান তল্লাশি করে কম্বল পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে পাঁচজন কোনো সঠিক তথ্য না দেওয়ায় তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার আজকের পত্রিকাকে জানান, পাঁচজনকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত