Ajker Patrika

বিশেষ ক্ষমতা আইনে বিএনপি–জামায়াতের ৯৬ জনের নামে মামলা 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বিশেষ ক্ষমতা আইনে বিএনপি–জামায়াতের ৯৬ জনের নামে মামলা 

বিশেষ ক্ষমতা আইনে জামালপুরে বিএনপি–জামায়াতের ৯৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বুধবার সরিষাবাড়ী থানার উপপরিদর্শক হুমায়ূন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারা হলেন উপজেলার পৌরসভার বলারদিয়ার গ্রামের আবেদ আলী (৫০) ও মতিয়র রহমান (৪৮)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস, ভাঙচুর, নাশকতা, নৈরাজ্য সৃষ্টির জন্য গোপন বৈঠক করে। এমন সংবাদের ভিত্তিতে পৌরসভার চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় উপপরিদর্শক হুমায়ূন কবির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ১৬ জনের নাম উল্লেখসহ বিএনপি–জামায়াতের ৯৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত