নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় ট্রাকে করে অভিনব কায়দায় ভারতীয় চিনি চোরাচালানের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৬০ বস্তা চিনিসহ ট্রাকটি জব্দ করা হয়।
আজ সোমবার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বোর্ডের বাজার এলাকা থেকে ট্রাকভর্তি চিনিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের ছেলে রণজিত ঘোষ (৫২) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার পোদ্দার বাড়ি গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে গোলাম মোস্তফা (৩১)।
পুলিশ জানায়, চোরাকারবারিরা পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে প্রথমে ভারতীয় চিনির বস্তা রাখে। পরে ত্রিপল দিয়ে এর ওপরে বালু দিয়ে ঢেকে দেয়। প্রাথমিকভাবে দেখে এটিকে বালুবাহী ট্রাকই মনে হবে। রোববার ওই ট্রাক দুর্গাপুর থেকে শ্যামগঞ্জে যাওয়ার পথে গোপন সংবাদে উপজেলার বোর্ডের বাজার এলাকায় থামিয়ে তল্লাশি করা হয়। বালু সরানোর পর বেরিয়ে আসে থরে থরে সাজানো ভারতীয় চিনির বস্তা। পরে ট্রাকে থাকা দুজনকে আটক করা হয়।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, তল্লাশির সময় চালক মোবাইল ফোনে কথা বলার ছলে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।
নেত্রকোনার পূর্বধলায় ট্রাকে করে অভিনব কায়দায় ভারতীয় চিনি চোরাচালানের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৬০ বস্তা চিনিসহ ট্রাকটি জব্দ করা হয়।
আজ সোমবার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বোর্ডের বাজার এলাকা থেকে ট্রাকভর্তি চিনিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের ছেলে রণজিত ঘোষ (৫২) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার পোদ্দার বাড়ি গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে গোলাম মোস্তফা (৩১)।
পুলিশ জানায়, চোরাকারবারিরা পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে প্রথমে ভারতীয় চিনির বস্তা রাখে। পরে ত্রিপল দিয়ে এর ওপরে বালু দিয়ে ঢেকে দেয়। প্রাথমিকভাবে দেখে এটিকে বালুবাহী ট্রাকই মনে হবে। রোববার ওই ট্রাক দুর্গাপুর থেকে শ্যামগঞ্জে যাওয়ার পথে গোপন সংবাদে উপজেলার বোর্ডের বাজার এলাকায় থামিয়ে তল্লাশি করা হয়। বালু সরানোর পর বেরিয়ে আসে থরে থরে সাজানো ভারতীয় চিনির বস্তা। পরে ট্রাকে থাকা দুজনকে আটক করা হয়।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, তল্লাশির সময় চালক মোবাইল ফোনে কথা বলার ছলে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৮ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৮ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে