প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রারের কার্যালয় ভবনটি যে কোন মুহূর্তে ধসে পড়ার আশঙ্কায় রয়েছে। কার্যালয়ের দেয়ালের বিভিন্ন অংশে বড় বড় ফাটল, ছাদ থেকে আস্তর খসে পড়ে রড বেড়িয়ে গেছে। এ অবস্থায় ঝুঁকি নিয়েই চলছে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম। খুব দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা না হলে দুর্ঘটনায় ক্ষতির আশঙ্কা করছেন সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত দলিল লেখক ও সেবা নিতে আসা সাধারণ মানুষেরা।
সাব-রেজিস্ট্রি কার্যালয় ঘুরে দেখা যায়, ভবনে ছাদের পলেস্টার খসে ঢালাইয়ের রড বের হয়ে গেছে। কার্যালয়টির দেয়ালে বড় বড় ফাটল। ছাদের বিমেও ফাটল ধরেছে। সিলিং ফ্যানের হুক গুলো মরিচা ধরে নষ্ট। ভবনের অনেক স্থানে মেঝের ঢালাই উঠে গেছে। বিদ্যুৎ লাইনও ঝুঁকিপূর্ণ। বৃষ্টি শুরু হলে টেবিলের ওপর পলিথিন ও ছাতা দিয়ে রক্ষা করা হয় প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ কাগজপত্র। এভাবেই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কর্মকর্তা ও কর্মচারীদের। দলিল লেখক ও ভূমি ক্রেতা-বিক্রেতাদেরও দিন কাটছে দুর্ঘটনার আশঙ্কায়।
সাব-রেজিস্ট্রি কার্যালয়ের তথ্য মতে, সাব-রেজিস্ট্রি কার্যালয় ভবনটি ১৯৮৮ সালের ২২ ডিসেম্বর গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি এ. কে. এম নূরুল ইসলাম উদ্বোধন করেন। এরপর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়ে ভবনটি।
ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মফিজুল আলম আসেন জমি ক্রয়ের দলিল করতে। তিনি বলেন, `মাঝে মাঝে আসতে হয় রেজিস্ট্রি অফিসে। ভবনের ভেতরে বেশিক্ষণ থাকলে ভয় লাগে। অনেক দিন ধরে রেজিস্ট্রি অফিসের এ অবস্থা। দেখে মনে হয় এই বুঝি পলেস্টার খসে পড়ল।'
দলিল লেখক শফিকুল ইসলাম জানান, ভবনটির অবস্থা খুবই নাজুক। যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত মেরামত করা উচিত।
সাব-রেজিস্ট্রার মো. বোরহান উদ্দিন সরকার বলেন, ‘ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে পুনর্নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষ কে চিঠি দেওয়া হয়েছে। এই দপ্তর থেকে প্রতিদিন লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও আমাদের এই আতঙ্কের কথা কেউ শুনছেনা। এই এলাকায় একটি ভূমিকম্প হলেই ভবনটি ধসে পড়বে। অফিসে যতক্ষণ থাকি ভয়ে থাকি। বর্জ্যপাত হলে অফিসের বাইরে চলে যাই।’
জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু বলেন, ‘জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ কে ডিও লেটার প্রদান করা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে ভবনটি নির্মাণ করা সম্ভব হবে।’
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রারের কার্যালয় ভবনটি যে কোন মুহূর্তে ধসে পড়ার আশঙ্কায় রয়েছে। কার্যালয়ের দেয়ালের বিভিন্ন অংশে বড় বড় ফাটল, ছাদ থেকে আস্তর খসে পড়ে রড বেড়িয়ে গেছে। এ অবস্থায় ঝুঁকি নিয়েই চলছে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম। খুব দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা না হলে দুর্ঘটনায় ক্ষতির আশঙ্কা করছেন সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত দলিল লেখক ও সেবা নিতে আসা সাধারণ মানুষেরা।
সাব-রেজিস্ট্রি কার্যালয় ঘুরে দেখা যায়, ভবনে ছাদের পলেস্টার খসে ঢালাইয়ের রড বের হয়ে গেছে। কার্যালয়টির দেয়ালে বড় বড় ফাটল। ছাদের বিমেও ফাটল ধরেছে। সিলিং ফ্যানের হুক গুলো মরিচা ধরে নষ্ট। ভবনের অনেক স্থানে মেঝের ঢালাই উঠে গেছে। বিদ্যুৎ লাইনও ঝুঁকিপূর্ণ। বৃষ্টি শুরু হলে টেবিলের ওপর পলিথিন ও ছাতা দিয়ে রক্ষা করা হয় প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ কাগজপত্র। এভাবেই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কর্মকর্তা ও কর্মচারীদের। দলিল লেখক ও ভূমি ক্রেতা-বিক্রেতাদেরও দিন কাটছে দুর্ঘটনার আশঙ্কায়।
সাব-রেজিস্ট্রি কার্যালয়ের তথ্য মতে, সাব-রেজিস্ট্রি কার্যালয় ভবনটি ১৯৮৮ সালের ২২ ডিসেম্বর গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি এ. কে. এম নূরুল ইসলাম উদ্বোধন করেন। এরপর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়ে ভবনটি।
ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মফিজুল আলম আসেন জমি ক্রয়ের দলিল করতে। তিনি বলেন, `মাঝে মাঝে আসতে হয় রেজিস্ট্রি অফিসে। ভবনের ভেতরে বেশিক্ষণ থাকলে ভয় লাগে। অনেক দিন ধরে রেজিস্ট্রি অফিসের এ অবস্থা। দেখে মনে হয় এই বুঝি পলেস্টার খসে পড়ল।'
দলিল লেখক শফিকুল ইসলাম জানান, ভবনটির অবস্থা খুবই নাজুক। যে কোন মুহূর্তে ধসে পড়তে পারে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত মেরামত করা উচিত।
সাব-রেজিস্ট্রার মো. বোরহান উদ্দিন সরকার বলেন, ‘ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে পুনর্নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষ কে চিঠি দেওয়া হয়েছে। এই দপ্তর থেকে প্রতিদিন লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও আমাদের এই আতঙ্কের কথা কেউ শুনছেনা। এই এলাকায় একটি ভূমিকম্প হলেই ভবনটি ধসে পড়বে। অফিসে যতক্ষণ থাকি ভয়ে থাকি। বর্জ্যপাত হলে অফিসের বাইরে চলে যাই।’
জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু বলেন, ‘জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ কে ডিও লেটার প্রদান করা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে ভবনটি নির্মাণ করা সম্ভব হবে।’
যশোরে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। তালিকায় ভুয়া আহত ব্যক্তিদের নাম থাকা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপত্তি তোলেন। এ নিয়ে হট্টগোল বাধে। আজ বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসক
৬ মিনিট আগেনারী কমিশন বাতিলের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার উপজেলার মাদানি ছাত্রী কাফলার উদ্যোগে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন নেত্রকোনা মহিলা জমিয়তের আহ্বায়ক বেগম শরীফা আমীন, নগর মাদানিয়া বালিকা মাদ্রাসা ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার...
৮ মিনিট আগেজকিগঞ্জ সীমান্ত থেকে পুরুষ, নারী, শিশুসহ ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
১০ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী হাটে চাঁদা আদায়-সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাট ইজারাদার এবং বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ মিনিট আগে