Ajker Patrika

ময়মনসিংহে বজ্রপাতে গ্যাস লাইনে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বজ্রপাতে গ্যাস লাইনে আগুন

ময়মনসিংহে বজ্রপাতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের ছায়াবানী সিনেমা হলের বিপরীতে ১৪ তলা স্বপ্ননীড় টাওয়ারের নিচতলায় এই ঘটনা ঘটে। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত পৌনে ১টার দিকে বজ্রপাতে প্রথমে গ্যাসলাইনে আগুন লাগে। ওই গ্যাসলাইন থেকে স্বপ্ননীড় টাওয়ারের নিচতলার একটি এসিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও বলেন, ওই গ্যাসলাইনে লিকেজ ছিল। লিকেজের কারণেই বজ্রপাতের সময় গ্যাসলাইনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। 

বজ্রপাতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেস্বপ্ননীড়ের বাসিন্দা মালা রানী সরকার বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে কিছুটা স্বস্তি মেলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত