Ajker Patrika

কূটনীতিতে সমতা প্রতিষ্ঠায় শেখ হাসিনার উদ্যোগ প্রশংসনীয়: উপাচার্য মশিউর

আপডেট : ২২ মে ২০২৩, ২১: ১৫
কূটনীতিতে সমতা প্রতিষ্ঠায় শেখ হাসিনার উদ্যোগ প্রশংসনীয়: উপাচার্য মশিউর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার কূটনীতিতে সমতা প্রতিষ্ঠার সাহসী উদ্যোগ প্রশংসনীয়। তিনি সারা বিশ্বে সমতার কূটনীতি প্রতিষ্ঠার অনন্য কারিগর। এ কারণেই বাংলাদেশ বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে রোল মডেলে পরিণত হয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বাংলাদেশ অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে আজ অনন্য উচ্চতায়।’ 

গতকাল রোববার বিকেলে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য মশিউর। 

মশিউর বলেন, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, গবেষণার জন্য এটি হবে সেন্টার অব এক্সিলেন্স। এখানে একটা সময়ে বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে গবেষণা হবে। তিনি তাঁর জীবনসংগ্রামে কেমন করে সপরিবারে বাবাকে হারানোর পর একজন বিশ্ব রাষ্ট্রনায়কে পরিণত হন। সেসব বিষয়েও গভীর মনোনিবেশের সঙ্গে গবেষকেরা অনুসন্ধান করবেন। এই বিশ্ববিদ্যালয় একটা সময় মুক্তবুদ্ধি চর্চার প্রাণকেন্দ্র হবে। জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষতা অর্জন করবে বলে আশাবাদী।’ 

শেখ হাসিনা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সর্বপ্রথম মাঠে নামেন বলে উল্লেখ করেন উপাচার্য মশিউর। তিনি বলেন, ‘শেখ হাসিনা অগণতান্ত্রিক এবং সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলেন। প্রতিষ্ঠা করেন গণতান্ত্রিক শাসনব্যবস্থা। এরপর তিনি নামেন ডিজিটাল বাংলাদেশের আন্দোলনে। সেখানে সাফল্য অর্জন শেষে তিনি ঘোষণা করলেন স্মার্ট বাংলাদেশের ধারণা। এখন আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো মুক্ত বুদ্ধিচর্চার কেন্দ্র। এখানে ছাত্রছাত্রীরা শুধু লেখাপড়ার জন্য নয়; শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত