নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় ঘরের খাটের ওপর থেকে এক নারী ও তাঁর মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সুরতহাল রিপোর্টে বলা রয়েছে, নিহতদের শরীরে একাধিক স্থানে আগুনে পোড়া ও কালো দাগের চিহ্ন রয়েছে।
নিহতদের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তবে শ্বশুরবাড়ির লোকজন বিদ্যুৎস্পৃষ্টের কথা বলছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রূপালী আক্তার (২৭) ও তাঁর মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন (৭)। তারা উপজেলার চুরাটিয়া গ্রামের মোস্তাকিনের স্ত্রী ও মেয়ে।
নিহত রূপালীর বাবা আব্দুর রশিদ অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, রূপালী ও মোস্তাকিনের দাম্পত্য জীবনে দুই মেয়ে রয়েছে। সম্প্রতি মোস্তাকিন গ্রামে জমি কিনে তা থেকে একাংশ ছোট ভাইকে দেওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয়। ১৫ দিন আগে মোস্তাকিন রূপালীকে পিটিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে রূপালী আবার শ্বশুরবাড়ি ফিরে যান।
আজ সকালে রূপালীর শাশুড়ি আমেনা খাতুন ঘুম থেকে না ওঠায় তাদের ডাকতে গিয়ে দেখেন, রূপালী ও তাঁর মেয়ে খাটে মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁদের পাশে ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া জীবিত ছিল।
রূপালীর স্বামী মোস্তাকিন বিদ্যুৎস্পৃষ্টের দাবি করলেও রূপালীর শরীরে পিটানোর চিহ্ন রয়েছে বলে তাঁর বাবার অভিযোগ।
রূপালীর শ্বাশুড়ি আমেনা খাতুন জানান, তার পুত্রবধু প্রতিদিনের মতো তার ৭ বছরের মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন ও দুই বছরের মেয়ে তাহমিনা আক্তার মুনিয়াকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টা বাজলেও রূপালী বা নাতিরা ঘুম থেকে উঠছেনা কেন, এই ভেবে তিনি তাদের ডাকতে গিয়ে দেখেন ঘরে খাটের ওপর বিছানায় রূপালী ও রুবাইয়া তাবাসসুম মুন মৃত অবস্থায় পড়ে আছে। ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া তার মৃত মায়ের পাশে বসে আছে।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। রূপালীর ডান হাতে আগুনের পোড়া দাগ, দুই পায়ের গোরালির ওপরে ও দুই হাতের কব্জির ওপরে কালো দাগ রয়েছে। তাঁর মেয়ের শরীরেও একই ধরনের দাগ পাওয়া গেছে।’ সিআইডি ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনার পূর্বধলায় ঘরের খাটের ওপর থেকে এক নারী ও তাঁর মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সুরতহাল রিপোর্টে বলা রয়েছে, নিহতদের শরীরে একাধিক স্থানে আগুনে পোড়া ও কালো দাগের চিহ্ন রয়েছে।
নিহতদের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তবে শ্বশুরবাড়ির লোকজন বিদ্যুৎস্পৃষ্টের কথা বলছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রূপালী আক্তার (২৭) ও তাঁর মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন (৭)। তারা উপজেলার চুরাটিয়া গ্রামের মোস্তাকিনের স্ত্রী ও মেয়ে।
নিহত রূপালীর বাবা আব্দুর রশিদ অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, রূপালী ও মোস্তাকিনের দাম্পত্য জীবনে দুই মেয়ে রয়েছে। সম্প্রতি মোস্তাকিন গ্রামে জমি কিনে তা থেকে একাংশ ছোট ভাইকে দেওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয়। ১৫ দিন আগে মোস্তাকিন রূপালীকে পিটিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে রূপালী আবার শ্বশুরবাড়ি ফিরে যান।
আজ সকালে রূপালীর শাশুড়ি আমেনা খাতুন ঘুম থেকে না ওঠায় তাদের ডাকতে গিয়ে দেখেন, রূপালী ও তাঁর মেয়ে খাটে মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁদের পাশে ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া জীবিত ছিল।
রূপালীর স্বামী মোস্তাকিন বিদ্যুৎস্পৃষ্টের দাবি করলেও রূপালীর শরীরে পিটানোর চিহ্ন রয়েছে বলে তাঁর বাবার অভিযোগ।
রূপালীর শ্বাশুড়ি আমেনা খাতুন জানান, তার পুত্রবধু প্রতিদিনের মতো তার ৭ বছরের মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন ও দুই বছরের মেয়ে তাহমিনা আক্তার মুনিয়াকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টা বাজলেও রূপালী বা নাতিরা ঘুম থেকে উঠছেনা কেন, এই ভেবে তিনি তাদের ডাকতে গিয়ে দেখেন ঘরে খাটের ওপর বিছানায় রূপালী ও রুবাইয়া তাবাসসুম মুন মৃত অবস্থায় পড়ে আছে। ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া তার মৃত মায়ের পাশে বসে আছে।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। রূপালীর ডান হাতে আগুনের পোড়া দাগ, দুই পায়ের গোরালির ওপরে ও দুই হাতের কব্জির ওপরে কালো দাগ রয়েছে। তাঁর মেয়ের শরীরেও একই ধরনের দাগ পাওয়া গেছে।’ সিআইডি ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই ডাকাত দলের আধিপত্য বিস্তার নিয়ে এক পক্ষের গুলিতে অপর পক্ষের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর সরকারি আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে অন্তত ৫০-৫৫টি গুলি বিনিময় হয়। নিহত ব্যক্তির নাম শেকাব
১ সেকেন্ড আগেবক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না।
৫ মিনিট আগে১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
১০ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে