ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আগামী এক বছরের জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাসান মাহমুদকে সভাপতি এবং রানা আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গতকাল রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ সাত বছর পর হওয়া ছাত্রলীগের কমিটিতে স্থান পেয়ে একদিকে যেমন উচ্ছ্বাসিত নেতা-কর্মীরা, অন্যদিকে কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতা-কর্মীরা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছেন। নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। তাঁদের দাবি, বিবাহিত ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগ নেতা বলেন, ‘কমিটিতে বেশ কয়েকজন বিবাহিত রয়েছেন। তা ছাড়া এমন কয়েকজনকে পদ দেওয়া হয়েছে, যাঁদের রাজপথে কোনো দিন দেখা যায়নি।’ এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিতদের যোগ্য স্থান দেওয়ার দাবি জানান ওই নেতা।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, সর্বশেষ সাত বছর আগে এ কে এম ফরিদউল্লাহকে সভাপতি এবং হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের ২০ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। দুই পদে সাত বছর পার হওয়ার পর আলোর মুখ দেখল ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
নবগঠিত কমিটির ১৭ জন সহসভাপতি পদে আছেন ইয়াসিন আরাফাত, রিদম আহমেদ মোস্তাকিম, শেখ ওয়ালি উল্লাহ্ রাসেল, অর্ণব হোম চৌধুরী, ফরিদুল ইসলাম বাবু, আতিকুল ইসলাম দুলন, রাফিউল করিম মিঠুন, জাকিরুল ইসলাম রবিন, রাইকুল ইসলাম রাহুল, অলি উল্লাহ্, শাহ্ আলম, আতিকুর রহমান আতিক, মিজানুর রহমান সাগর, দেলোয়ার হোসাইন, আব্দুল্লাহ্ আল রাফি, জিয়াউল হক সামাদ এবং নূর হামিদ রুশো।
ছয়জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আল আমিন আকন্দ, আল ইমরান, গণি ভূঁইয়া হীরা, রিয়াদুল আলম শাহীন, মাহমুদুল হাসান সুমন, ওয়াহীব ইসতিয়াক পূর্ণ, মাহমুদুল হাসান রাকিন।
এ ছাড়া ছয়জন সাংগঠনিক সম্পাদক হলেন আবুল বাশার হৃদয়, জাকারিয়া হোসাইন হিমেল, প্রীতিরাজ বর্মণ অন্তু, তাজরিয়ান রাকিব, জিনেদিন জিদান, আরাফাত উল্লাহ্ নিলয়।
এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পরই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে অভিযোগে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আগামী এক বছরের জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাসান মাহমুদকে সভাপতি এবং রানা আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গতকাল রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ সাত বছর পর হওয়া ছাত্রলীগের কমিটিতে স্থান পেয়ে একদিকে যেমন উচ্ছ্বাসিত নেতা-কর্মীরা, অন্যদিকে কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতা-কর্মীরা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছেন। নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। তাঁদের দাবি, বিবাহিত ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগ নেতা বলেন, ‘কমিটিতে বেশ কয়েকজন বিবাহিত রয়েছেন। তা ছাড়া এমন কয়েকজনকে পদ দেওয়া হয়েছে, যাঁদের রাজপথে কোনো দিন দেখা যায়নি।’ এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিতদের যোগ্য স্থান দেওয়ার দাবি জানান ওই নেতা।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, সর্বশেষ সাত বছর আগে এ কে এম ফরিদউল্লাহকে সভাপতি এবং হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০১৫ সালের ২০ জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। দুই পদে সাত বছর পার হওয়ার পর আলোর মুখ দেখল ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
নবগঠিত কমিটির ১৭ জন সহসভাপতি পদে আছেন ইয়াসিন আরাফাত, রিদম আহমেদ মোস্তাকিম, শেখ ওয়ালি উল্লাহ্ রাসেল, অর্ণব হোম চৌধুরী, ফরিদুল ইসলাম বাবু, আতিকুল ইসলাম দুলন, রাফিউল করিম মিঠুন, জাকিরুল ইসলাম রবিন, রাইকুল ইসলাম রাহুল, অলি উল্লাহ্, শাহ্ আলম, আতিকুর রহমান আতিক, মিজানুর রহমান সাগর, দেলোয়ার হোসাইন, আব্দুল্লাহ্ আল রাফি, জিয়াউল হক সামাদ এবং নূর হামিদ রুশো।
ছয়জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আল আমিন আকন্দ, আল ইমরান, গণি ভূঁইয়া হীরা, রিয়াদুল আলম শাহীন, মাহমুদুল হাসান সুমন, ওয়াহীব ইসতিয়াক পূর্ণ, মাহমুদুল হাসান রাকিন।
এ ছাড়া ছয়জন সাংগঠনিক সম্পাদক হলেন আবুল বাশার হৃদয়, জাকারিয়া হোসাইন হিমেল, প্রীতিরাজ বর্মণ অন্তু, তাজরিয়ান রাকিব, জিনেদিন জিদান, আরাফাত উল্লাহ্ নিলয়।
এদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পরই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে অভিযোগে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
২ ঘণ্টা আগে