জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের দুটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দি স্টেশনে যাওয়ার সময় চলন্ত ট্রেনটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, রাত ১টা ২০ মিনিটে যমুনা ট্রেনে আগুনের খবর পেয়ে দ্রুত পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আগুনে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো যাত্রী নিহত বা আহত হয়নি। আগুন লাগার বিষয়ে তদন্ত করে জানাবে বলে জানান।
ট্রেনটির পরিচালক মাসুম মিয়া বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ী স্টেশনে আসে রাত ১টা ১০ মিনিটে। এখানে ৭ মিনিট বিরতির পর ট্রেনটি তারাকান্দি স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৫০০ গজ দূরে স্টেশনের লোকজন আগুন আগুন বলে চিৎকার করলে প্রথমে দেখি ধোঁয়া বের হচ্ছে। দ্রুত ট্রেন থামিয়ে দেখি মুহূর্তে ট্রেনের একটি বগিতে থাকা আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়েছে। এতে দুটি বগি পুড়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, রাত ১টা ১০ মিনিটে জামালপুর থেকে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনে পৌঁছায়। এর ৭ মিনিট পর তারাকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৫০০ গজ দূরে হরতাল সমর্থনকারীরা ট্রেনটির পেছনের দুটি বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভায়।
জামালপুর রেলওয়ে থানার ওসি গোলজার হোসেন বলেন, ‘আমরা রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ট্রেনে আগুন দেওয়ার ঘটনাটি নাশকতা বলে প্রাথমিকভাবে মনে করছি। তবে যারাই ঘটনাটি ঘটিয়েছে, তারা যাত্রীবেশে ট্রেনে অবস্থান করেছে। এর পেছনে হুকুমদাতা ও জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের দুটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দি স্টেশনে যাওয়ার সময় চলন্ত ট্রেনটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, রাত ১টা ২০ মিনিটে যমুনা ট্রেনে আগুনের খবর পেয়ে দ্রুত পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আগুনে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো যাত্রী নিহত বা আহত হয়নি। আগুন লাগার বিষয়ে তদন্ত করে জানাবে বলে জানান।
ট্রেনটির পরিচালক মাসুম মিয়া বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ী স্টেশনে আসে রাত ১টা ১০ মিনিটে। এখানে ৭ মিনিট বিরতির পর ট্রেনটি তারাকান্দি স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৫০০ গজ দূরে স্টেশনের লোকজন আগুন আগুন বলে চিৎকার করলে প্রথমে দেখি ধোঁয়া বের হচ্ছে। দ্রুত ট্রেন থামিয়ে দেখি মুহূর্তে ট্রেনের একটি বগিতে থাকা আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়েছে। এতে দুটি বগি পুড়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, রাত ১টা ১০ মিনিটে জামালপুর থেকে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনে পৌঁছায়। এর ৭ মিনিট পর তারাকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৫০০ গজ দূরে হরতাল সমর্থনকারীরা ট্রেনটির পেছনের দুটি বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভায়।
জামালপুর রেলওয়ে থানার ওসি গোলজার হোসেন বলেন, ‘আমরা রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ট্রেনে আগুন দেওয়ার ঘটনাটি নাশকতা বলে প্রাথমিকভাবে মনে করছি। তবে যারাই ঘটনাটি ঘটিয়েছে, তারা যাত্রীবেশে ট্রেনে অবস্থান করেছে। এর পেছনে হুকুমদাতা ও জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে